Home আন্তর্জাতিক মহাশূন্যে সাপ! নাসার ছায়াপথ-ছবি নিয়ে তোলপাড় বিশ্বজুড়ে

মহাশূন্যে সাপ! নাসার ছায়াপথ-ছবি নিয়ে তোলপাড় বিশ্বজুড়ে

মহাশূন্যে সাপ! চমকাবেননা আসলে হুবুহু সাপের মতো দেখতে ছায়াপথটির কেন্দ্রের অংশটি ঘন কালো আর বাইরের অংশটি উজ্জ্বল। সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ২৮৩৫ছায়াপথটির ছবি প্রকাশ করেছে যা সাড়া ফেলে দিয়েছে চতূর্দিকে।

হাবল মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রের টেলিস্কোপে প্রথম এই ছবি ধরা পড়ে। সেখানেই দেখা যায় সাপের শরীর ও চোখের মতো এই অবয়বের। একটু ভালো ভাবে লক্ষ্য করলে বোঝা যায় ছায়াপথের প্রান্তগুলো সাপের মতো এবং তার কাছাকাছি নক্ষত্র গুলোকে সাপের চোখের মতো।

আরও পড়ুন :  বাঙালির জন্য গর্বের মুহুর্ত ! বর্ধমানের সৌম্যর তৈরী প্যারাশুটে চেপে এ বার মঙ্গলে নামবে নাসার রোভার

বাইরের দিক উজ্জ্বল নীলাভ বর্ণের আর ভেতরে ঘন কালো। সূর্যের থেকেও কয়েক লক্ষ্য গুন বড় এই ব্লাকহোল বলে ধারণা বিজ্ঞানীদের।চোখের মতো দেখতে অংশটি(NGC-2835)ছায়াপথের হাইড্রার দক্ষিণ নক্ষত্রের একটি ভাগ এমনই দাবি করা হয়েছে হাবাল মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র থেকে। এটির নাম ওয়াটার স্নেক।

আরও পড়ুন :  মাঝ সমুদ্রে হাবুডুবু খেল বুনো হাতি! দেখুন সেই ভিডিও
আরও পড়ুন :  Bird flu-র সময় চিকেন, ডিম খাওয়ার নিরাপত্তা নিয়ে স্পষ্টভাবে জানিয়ে দিল WHO

এটি ছায়াপথটির মাথার দিকে অবস্থান করে।বিজ্ঞানীরা আরো বলেছেন যে এটি আমাদের নিজস্ব ছায়াপথটির প্রস্থের অর্ধেক হলেও কেন্দ্রে অনেক নক্ষত্রের অবস্থানের কারনে বেশ উজ্জ্বল ও ঘন দেখায়।প্রকাশিত ছবিতে স্পষ্ট না দেখা গেলেও এর একটি সুবিশাল ব্লাকহোল ও রয়েছে।

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল