মহাশূন্যে সাপ! চমকাবেননা আসলে হুবুহু সাপের মতো দেখতে ছায়াপথটির কেন্দ্রের অংশটি ঘন কালো আর বাইরের অংশটি উজ্জ্বল। সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ২৮৩৫ছায়াপথটির ছবি প্রকাশ করেছে যা সাড়া ফেলে দিয়েছে চতূর্দিকে।
হাবল মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রের টেলিস্কোপে প্রথম এই ছবি ধরা পড়ে। সেখানেই দেখা যায় সাপের শরীর ও চোখের মতো এই অবয়বের। একটু ভালো ভাবে লক্ষ্য করলে বোঝা যায় ছায়াপথের প্রান্তগুলো সাপের মতো এবং তার কাছাকাছি নক্ষত্র গুলোকে সাপের চোখের মতো।
বাইরের দিক উজ্জ্বল নীলাভ বর্ণের আর ভেতরে ঘন কালো। সূর্যের থেকেও কয়েক লক্ষ্য গুন বড় এই ব্লাকহোল বলে ধারণা বিজ্ঞানীদের।চোখের মতো দেখতে অংশটি(NGC-2835)ছায়াপথের হাইড্রার দক্ষিণ নক্ষত্রের একটি ভাগ এমনই দাবি করা হয়েছে হাবাল মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র থেকে। এটির নাম ওয়াটার স্নেক।
এটি ছায়াপথটির মাথার দিকে অবস্থান করে।বিজ্ঞানীরা আরো বলেছেন যে এটি আমাদের নিজস্ব ছায়াপথটির প্রস্থের অর্ধেক হলেও কেন্দ্রে অনেক নক্ষত্রের অবস্থানের কারনে বেশ উজ্জ্বল ও ঘন দেখায়।প্রকাশিত ছবিতে স্পষ্ট না দেখা গেলেও এর একটি সুবিশাল ব্লাকহোল ও রয়েছে।