নিউজ ডেস্কঃ ছাগলের পিতৃত্ব পরিক্ষার দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা ক্রিস হেডমো তার প্রতিবেশীর বিরুদ্ধে মামলা করে রীতিমতো হাস্যকর পরিবেশ তৈরী করে সাড়া ফেলে দিয়েছেন।
গত ডিসেম্বর মাসে ক্রিস তার প্রতিবেশী খামারি হিদার ডেনারের কাছ থেকে পাঁচটি ছাগল কেনেন ৯০০ মার্কিন ডলার দামে।ছাগলগুলি ছিলো নাইজেরিয়ান ড্যার্ফ প্রজাতির। ছাগলগুলির পিতা আমেরিকান ডেয়ারি গোট অ্যাসোসিয়েশনের তালিকাভুক্ত এমনটাই ধারণা ছিলো ক্রিসের।
ছাগলগুলি বিক্রির সময় হিদার ডেনার যদিও সমস্ত তথ্য দিয়ে বলেছিলেন ক্রিস হেডমো ছাগলগুলিকে যেন আমেরিকান ডেয়ারি গোট অ্যাসোসিয়েশনের তালিকাভুক্ত করে নেয়।কিন্তু পরবর্তীতে ক্রিস জানতে পারেন জেলদা,মারগোট,রোজি,বেলা ও গিগি নামের পাঁচটি ছাগলকে ঐ অ্যাসোসিয়েশনের তালিকাভুক্ত করা সম্ভব নয়।এর কারণ খুঁজতে গিয়ে ক্রিস জানতে পারেন আসলে এই ছাগলগুলোর পিতা ঐ অ্যাসোসিয়েশনের তালিকাভুক্ত নয়।আবার হিদারো এই ছাগলগুলির পিতাকে আমেরিকান ডেয়ারি গোট অ্যাসোসিয়েশনের তালিকাভুক্ত করতে গিয়ে বিফল হন কারন তিনি ঐ সংস্থার নিয়মিত সদস্য নন।তাই তার আবেদন খারিজ করে দেয় ঐ সংস্থা।
আমেরিকান ডেয়ারি গোট অ্যাসোসিয়েশনের তালিকাভুক্ত ছাগলের দাম অন্যান্য ছাগলের চেয়ে বেশি।আর তাই ক্রিস সিদ্ধান্ত নেন ছাগলগুলির পিতৃত্ব পরিক্ষা করার।এই ছাগলগুলির ডিএনএ পরিক্ষা করতে দরকার ছাগলগুলির পিতার ৪০ টি লোমের ফসিল।যা গত ফেব্রুয়ারিতে হিদারের কাছে চেয়ে পাঠান ক্রিস কিন্তু হিদার সাফ জানিয়ে দেন তিনি এসব ঝামেলায় জড়াতে চান না।বরং তিনি ছাগলের বদলে টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দেন কিন্তু তাতে রাজি হয়নি ক্রিস।