
এ যেন খাদ্য আর খাদকের মরনপন লড়াই।কারো খিদের জন্য খাদ্যের উপর হামলা তো কারো প্রান বাচানোর প্রানপন লড়াই।
পশুরাজ হলেও অনেক সময় তারা নিরীহ পশুদের কাছে হার মানতে বাধ্য।সম্প্রতি স্যোসাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওয় দেখা যাচ্ছে যে গভীর জঙ্গলে একটি মহিষের উপর ঝাঁপিয়ে পরে বাঘ।কিন্তু দুজনের প্রানপন লড়াইয়ে শেষে দেখা যায় আরো একটি মহিষ এসে যোগ দেওয়ায় শেষ পর্যন্ত দেখা যায় হার মানতে বাধ্য হয় পশুরাজ বাঘ।
অপর আরেকটি ভিডিওয় দেখা গিয়েছে গভীর জঙ্গলে মহিষের দল বাঘের উপর আক্রমণ করে বসে।মহিষ যতই নিরীহ হোক না কেন তারাও যে পশুরাজ বাঘকে কাবু করতে পারে।তা প্রমাণ করে দিলো এই ভিডিও।