জেনেনিন আগামী বছরের মহালয়া থেকে পুজোর আগমণের দিনক্ষণ

নিউজ ডেস্কঃ এবার পুজো কেটেছে নিরানন্দভাবে।যার কারন গোটা বিশ্বজুড়ে তো অবশ্যই সাথে সাথে পশ্চিমবঙ্গেও করোনা ভাইরাস থাবা বসিয়েছে। তাই আগের বারের মতো আনন্দে নয় বরং অধেকটাই নিরানন্দে কেটেছে পুজো।
এ বছরের শুরু থেকে করোনা ভাইরাসের জন্য দীর্ঘ কয়েক মাস লকডাউন জারি ছিলো দেশে।তবে মানুষ ঘরে থাকতে থাকতে একঘেয়ে হয়ে পড়েছিল।পুজোয় একটু ঘোরাঘুরি করে আনন্দ করবে ভেবে শপিং করছিল আনন্দে।কিন্তু চিকিৎসকরা বারবার সতর্ক করছিল করোনার জন্য যাতে ভীড় না করে মানুষ রাস্তা ঘাটে।কিন্তু তাতে থোরাই কেয়ার মানুষ শপিং এ বেরোলে ভীড় তো হবেই।
কিন্তু শেষ পর্যন্ত সব কিছু দেখে কোর্ট এবার আসরে নেমে জানিয়ে দেয় প্রতিমা দর্শনের জন্য প্যান্ডেলে কোন লোক ঢুকতে পারবেনা শুধুমাত্র ক্লাব কতৃপক্ষের লোকেরা ছাড়া।যাই হোক দেখতে দেখতে চলে আসে বিজয়া দশমী।নিরানন্দভাবে ভারাক্রান্ত মন নিয়ে দেবীকে বিসর্জন দেওয়া হয়।এবার এভাবে কাটলেও আগের বার যাতে এভাবে পুজো না কাটে তার জন্য দেবীর কাছে প্রার্থনা করেছেন সকলেই। তবে এবছের মতো আগের বছর একমাস আগে হবেনা মহালয়া।তবে কবে হবে মহালয়া আর কবেই বা পুজো? চলুন দেখে নেই আগামী বছরের সেই পুজো নির্ঘন্ট।
মহালয়া-০৫ইঅক্টোবর ২০২১
মহাষষ্ঠী-১১ইঅক্টোবর ২০২১
মহাসপ্তমী ১২ই অক্টোবর ২০২১
মহাষ্টমী ১৩ ই অক্টোবর২০২১
মহানবমী ১৪ ই অক্টোবর২০২১
বিজয়া দশমী ১৫ ই অক্টোবর ২০২১
কোজাগরী লক্ষী পুজো ১৯ ই অক্টোবর ২০২১
কালী পুজো ৪ ই নভেম্বর ২০২১।
আগামী বছরে হয়তো থাকবেনা এত বিধি নিষেধাজ্ঞা এমনটাই আশা করছে দর্শনার্থীরা।