Jio, Airtel, Vi, BSNL সবাইকে পিছনে ফেলে, মাত্র 49 টাকায় 180 দিনের ভ্যালিডিটি দিচ্ছে এই কোম্পানি

Airtel, Jio, Vi এবং BSNL এই চারটি কোম্পানি একে অপরের সাথে প্রতিযোগিতা করার জন্য তাদের ইউজারদের একাধিক সস্তার প্ল্যান অফার করে।কিন্তু টেলিকম বাজারে এমন একটি কোম্পানি রয়েছে যা এই চারটি সংস্থাকে খুব সহজেই পরিষেবার নিরিখে পেছনে ফেলতে পারে।আমরা MTNL এর কথা বলছি অর্থাৎ মহানগর টেলিফোন নিগম লিমিটেড।
এখনও অনেক ইউজার এই কোম্পানির সিম ব্যবহার করেন।এই কোম্পানি এমন অনেক প্ল্যান অফার করে যাতে আপনারা কম খরচে বেশি ভ্যালিডিটি পেতে পারেন। MTNL বর্তমানে 49 টাকার একটি প্ল্যান অফার করছে যাতে ইউজাররা 180 দিনের ভ্যালিডিটি পাবেন।হ্যাঁ ঠিকই শুনছেন।টাকার অঙ্ক বা বৈধতার পরিমাণ কোনোটাই ভুল নয়।
MINL RS 49 প্ল্যানে কি কি সুবিধা পাবেনঃ-
* এই 49 টাকার প্ল্যানে 180 দিনের দীর্ঘ ভ্যালিডিটি দেওয়া হবে।
* এতে ইউজারদের 60 লোকল মিনিট এবং 20 STD মিনিট দেওয়া হবে।এতে 1/2 পয়সা প্রতি সেকেন্ড এবং 1 পয়সা প্রতি সেকেন্ড চার্জ লাগবে।
* এসএমএস চার্জ লোকল কলের জন্য 0.50 পয়সা, জাতীয় জন্য 1.50 টাকা এবং আন্তর্জাতিক জন্য 5 টাকা চার্জ করা হবে।
* এছাড়া আপনি যদি ডেটা ব্যবহার করেন তবে আপনাকে প্রতি এমবিতে 3 পয়সা দিতে হবে।
যদিও MTNL-এর এই প্ল্যানে খুব বেশি কিছু দেওয়া হচ্ছে না।কিন্তু 49 টাকায় যদি 180 দিনের ভ্যালিডিটি পাওয়া যায়, তবে প্ল্যানটিকে খারাপ বলা যাবে না।অন্য কোম্পানিগুলো এত সস্তার কোনো প্ল্যান দিচ্ছে না। ইউজারদের তাদের নম্বর দীর্ঘ সময়ের জন্য চালু রাখার সুবিধা দিচ্ছে MTNL-এর এই প্ল্যান।