Jio work from home – বাড়িতে বসে জিওর সঙ্গে কাজ করে ইনকাম করুন মাসে ২৫ হাজার!

Advertisements

Jio work from home – বাড়িতে বসে আমরা প্রত্যেকেই চাই ভালো টাকা ইনকাম করতে। কিন্তু আমরা খুব কমই এমন কাজ পাই যে কাজ আমাদের বাড়ি বসে ভালো টাকা ইনকাম এনে দেবে। এমন কাজ বেশিরভাগ সময়ই ফ্রড হয়ে থাকে। বিশেষ করে স্টুডেন্টরা এই ধরনের কাজ চাই কিন্তু এই ধরনের কাজ খুঁজতে গিয়ে তারা ফ্রডের শিকার হয়ে যায়। আজ আমরা আপনাকে বলবো এমন এক ওয়ার্ক ফ্রম রুমের (Jio work from home) কাজেrর খবর।

যে কাজ কোনোভাবেই ফ্রন্ট নয় এবং এই কাজ (Jio work from home) করলে আপনি মাসে ২৫ হাজার টাকা কামাতে পারবেন। আপনাকে এই সুযোগ করে দেবে আপনার আমার প্রত্যেকের চেনা এবং বিশ্বস্ত কোম্পানী Relience Jio. প্রশ্ন হল এই ওয়ার্ক ফ্রম হোম (Jio work from home) কাজের জন্য আপনি কিভাবে আবেদন করবেন আপনার কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে ? বেতন কমপক্ষে কত হতে পারে বয়স কত হওয়া প্রয়োজন এই সমস্ত কিছু। এই প্রতিবেদনে আমরা আপনাকে এই সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত ভাবে জানাবো।

Advertisements

আরও পড়ুন – Asha Karmi Recruitment – রাজ্যে আবারও আশাকর্মী নিয়োগ হচ্ছে! আবেদন পত্র সহ বিস্তারিত জানুন

দেশের সবথেকে বড় এবং জনপ্রিয় টেলিকম কোম্পানি Relience জিও তাদের কাস্টমার অ্যাসোসিয়েট পদে ফ্রিল্যান্সার হিসাবে নিয়োগ করবে। এই কাজ আপনি বাড়িতে বসেই (Jio work from home) অনলাইনে স্মার্টফোনের মাধ্যমে করতে পারবেন। এই কাজের জন্য মোট শূন্য পদের সংখ্যা ৭৭৮৯ টি।

Jio work from home আবেদন করতে গেলে কি কি যোগ্যতা প্রয়োজন?

আপনাকে মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি ভালো স্মার্টফোন থাকতে হবে। পুরো কাজটি স্মার্টফোনের মাধ্যমেই হবে। এছাড়া আপনাকে আপনার স্থানীয় ভাষা লিখতে বলতে জানতে হবে ।

এই কাজে আবেদন করার পদ্ধতি।

১) সর্বপ্রথমে careers.jio.com ওয়েবসাইটে এ যান।
২) প্রথমবার হলে নিজস্ব বিবরণ দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করে লগইন করুন।
৩) এরপর নিজের সমস্ত তথ্য দিয়ে নেক্সট অপশনে ক্লিক করুন।
৪) আপনার কোন এক্সপেরিয়েন্স থাকলে সেটি ওখানে মেনশন করুন না হলে এস এ ফ্রেসার ও আপনি আবেদন করতে পারেন।
৫) আপনি যেই রাজ্যে কাজ করতে চান সেই রাজ্যটি সিলেক্ট করুন। এরপর আপনার বিভিন্ন পার্সোনাল তথ্য পূরণ করুন তারপর আপনার থেকে চাওয়া ডকুমেন্টস এখানে আপলোড করে দিন।

এই কজে আপনি যত ঘন্টা কাজ করবেন তার ওপর নির্ভর করে আপনার বেতন হবে। আপনি যদি পুরো মাস দিনে ৮ ঘণ্টা করে এই কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনার বেতন কুড়ি থেকে ত্রিশ হাজার টাকা অব্দি হতে পারে। তাই আপনি যদি ওয়াক ফ্রম কাজের (Jio work from home) মাধ্যমে ভালো টাকা ইনকাম করতে চান তাহলে আর দেরি না করে এক্ষুনি এপ্লাই করুন এই কাজের জন্য।

আরও পড়ুন – Gramin Dak Sevak – মাধমিক পাশে গ্রামীন ডাক সেবক পদের নিয়োগ, মোট ১২,৮২৮ টি, তারাতারি আবেদন করুন।

Advertisements
Join Join