নিউজ ডেস্কঃ বিশ্বের বৃহত্তম ই-কমার্স সংস্থা আমাজনে লোক নেওয়া হবে এমনই এক বিজ্ঞপ্তি বেরিয়েছে।উপার্জন যেমন ভালো তেমনি পরিশ্রমও রয়েছে এই কাজে। জানা গিয়েছে কাজটি হলো ডেলিভারি বয়ের।বেকার যুবকেরা এই পদের জন্য আবেদন করতে পারেন।
শূন্যপদ রয়েছে ২০হাজার।ডেলিভারি করতে হবে ১০-১৫কিমির মধ্যে।জানা গিয়েছে দিল্লিতে ১৮ টি কেন্দ্র রয়েছে আমাজনের।৪ ঘন্টা সময়ে ১০০-১৫০ টি প্যাকেজ ডেলিভারি করতে হবে।প্রতি মাসের বেতন প্রতি মাসে মিলবে।আমাজনের ছেলেরা মিনিমাম ১২ থেকে ১৫ হাজার টাকা বেতন পেয়ে থাকেন।
তবে সংস্থার মতে,যদি কোন ডেলিভারি বয় প্রতিদিন ১০০ টি প্যাকেজ ডেলিভারি দিতে পারে তবে সে মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকা অনায়াসে রোজগার করতে পারবে।ডেলিভারি বয়ের নিজস্ব বাইক বা স্কুটার থাকলে সেটা ব্যবহার করতে পারেন।অন্যথায় যদি বড় গাড়ি নিয়ে ডেলিভারির কাজ করতে চান তবে কোম্পানি আপনাকে শর্ত সাপেক্ষে বড় গাড়ি দেবে।এই কাজের জন্যে আবেদন করতে পারেন কোম্পানির যে কোনো কেন্দ্রে গিয়ে অথবা https://logistics.amazon.in/ এই সাইটে।