Uncategorized

যৌবন ধরে রাখতে কুলের জুড়ি মেলা ভার।জেনে নিন কুলের গুনাগুন।

যৌবন ধরে রাখতে কুলের জুড়ি মেলা ভার।জেনে নিন কুলের গুনাগুন।

নানারকম মৌসুমী ফলের মধ্যে কুল অন‍্যতম।স্বাদে ও গুনেও ভরপুর এই কুল।দেখতে সুন্দর সহজেই এই ফলটি নজর কাড়তে জানে।যৌবন ধরে রাখতেও এই ফলের জুড়ি মেলা ভার।এছাড়া টনসিলের সমস‍্যা,ডায়াবেটিস, উচ্চরক্তচাপ সমস্তই সারিয়ে দিতে পারে কুল।

কুলের গুনাগুনগুলি নিচে আলোচনা করা হলো।

১/আমরা জানি কুলে আছে ভিটামিন সি।আর ভিটামিন সি থাকার জন্য গলার সমস্যা, ঠাণ্ডার কারনে জ্বিভে লালচে ফুসকুড়ি,ঠোঁটের কোনে ফাটা ও ঠোঁটের চামড়া ওঠা সমস্তই সারাতে সাহায্য করে কুল।

২/রক্তশুন‍্যতা দূর করে ও ব্রঙ্কাইটিস দুর করে।

৩/টিউমার সেল ও লিউকেমিয়ার বিরুদ্ধেও লড়াই করে।

৪/উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রুগীদের জন্য এই ফল বিশেষ উপকারী।

৫/এই ফল রক্ত শুদ্ধকারক।

৬/ডায়েরিয়া ও ক্রমাগত মোটা হওয়া থেকে রক্ষা করে এই ফল।

৭/অরুচি থেকে মুক্তি দেয়।

৮/কর্মশক্তি বাড়িয়ে তোলে।

৯/অবসাদ দুর করে।

১০/শরীরের শক্তি বাড়িয়ে তোলে।

সবশেষে বলা যায় যে যৌবন ধরে রাখতে কুলের জুড়ি মেলা ভার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button