বড়সড় ভূমিকম্পের গ্রাসে পড়তে পারে কলকাতা,আশঙ্কার বার্তা ভূতত্ত্ববিদদের

সোমবার থেকে ভূমিকম্পে একাধিকবার কেঁপে উঠেছে উত্তরবঙ্গ, অল্পবিস্তর প্রভাব পড়েছে কলকাতাতেও। কিন্তু এখন প্রশ্ন উঠছে কম্পন আতঙ্কের ইতি কি এখানেই? নাকি অপেক্ষা করে রয়েছে আরও বড় কোনও বিপদ? এই প্রশ্নের জবাব দিতে গিয়ে রীতিমতাে গলা কাঁপছে বিশেষজ্ঞদেরও।কারন এখানেই বিপদের ইতি নয়, আরও বড় বিপদ নেমে আসতে পারে শহর কলকাতার বুকে, এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞ মহলের।বিশেষজ্ঞমহল যে বার্তা দিয়েছে তা বড়সড় বিপদেরই অশনি সংকেত।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, একটু এদিক-ওদিক হয়ে গেলেই বড়সড় বিপদ নেমে আসতে পারে বাংলার বুকে। কলকাতা, রাঁচি এবং ঢাকা বড়সড় বিপদের মুখে দাঁড়িয়ে রয়েছে। সােমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গে ভূমিকম্প হয়েছে একাধিকবার।সােমবার রাতে উত্তরবঙ্গে ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.১ এবং মঙ্গলবার সকালের কম্পনের মাত্রা ছিল ৪.১।উত্তরবঙ্গে এই ভূমিকম্পের প্রবণতা থেকেই কলকাতা নিয়ে উদ্বেগ ধরা পড়েছে।শুধু কলকাতা নয়, কলকাতার প্রতিবেশী রাজ্য ও রাষ্ট্রের রাজধানী শহর যথাক্রমে রাঁচি ও ঢাকা বিপদের মুখে দাঁড়িয়ে।