Advertisement

Madhyamik Exam Kolkata Metro – মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বাড়তি মেট্রো চলবে,কোন কোন সময় মিলবে বাড়তি পরিষেবা জেনে নিন।

প্রত্যেক ছাত্রছাত্রীর জীবনের প্রথম বড় পরীক্ষা হল (Madhyamik Exam) মাধ্যমিক পরিক্ষা। চলতি বছরের মাধ্যমিক পরিক্ষা বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। কয়েক লক্ষ পড়ুয়া এবার মাধ্যমিক পরিক্ষা দেবে।পরিক্ষা সেন্টারে ঠিক সময়ে পৌঁছতে না পারলে ছাত্রছাত্রীরা সমস্যায় পড়তে পারে। তাই যাতে পরীক্ষার্থীদের কোনও অসুবিধায় পড়তে না হয়,ঠিক সময়ে যাতে পরিক্ষা সেন্টারে পৌছাতে পারে সেই কারণে মেট্রো পরিষেবা বাড়ানো হয়েছে।

Advertisement

মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার জন্য ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ এবং ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত পরীক্ষার আগে ও পরে ৫-৬ মিনিট অন্তর মেট্রো চলবে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে কলকাতা মেট্রো এবার বাড়তি পরিষেবার উদ্যোগ নিল। এছাড়াও শনিবার পরীক্ষার দিনগুলিতে অতিরিক্ত ৮ টি ট্রেন চলবে। কোন কোন সময় এই স্পেশাল পরিষেবা মিলবে দেখে নিন-

১)মাধ্যমিক পরীক্ষার্থীদের (Madhyamik Exam) জন্য বাড়তি মেট্রো চলবে-

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে বৃহস্পতিবার থেকে আটটি করে বাড়তি মেট্রো চলবে। ২৩ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত প্রতিদিন পাঁচ ছয় মিনিটের ব্যবধানে মেট্রো চলবে। সকাল ৯টা থেকে রাত ৮টা ১৮ মিনিট পর্যন্ত এই রুটে বাড়তি মেট্রোগুলি চলবে।

২)উচ্চ মাধ্যমিকেও বাড়তি মেট্রো চলবে-

পরীক্ষার্থীদের সুবিধার জন্য কেবলমাত্র মাধ্যমিকেই নয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্যও বাড়তি মেট্রো চলবে। ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বাড়তি মেট্রো চলবে। একইভাবে পাঁচ থেকে ছয় মিনিটের ব্যবধানে এই বাড়তি মেট্রোগুলি পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেবে।এমনকি একাদশ শ্রেণির পরীক্ষার্থীরাও এই বাড়তি মেট্রোর সুবিধা নিতে পারবেন।

আরও পড়ুন- আতঙ্কে বাংলা! বাড়ছে মৃত্যুর সংখ্যা, কী গাইডলাইন স্বাস্থ্য ভবনের?

৩)উইকএন্ডেও বাড়তি মেট্রো চলবে- সপ্তাহের বাকি দিনগুলির মতো শনিবারও ব্লু লাইনে বাড়তি মেট্রো চলবে।

১) আটটি মেট্রোর মধ্যে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে ৪টি মেট্রো মিলবে।
২) যার মধ্যে সকাল ৯টায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত একটি মেট্রো ছাড়বে।
৩) সকাল ১১টা ৬ মিনিটে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত পরবর্তী মেট্রো ছাড়বে।
৪) সকাল ১০টা থেকে এবং ১০টা ৫৫ মিনিটে আরও দু’টি মেট্রো কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পাওয়া যাবে।

৫) বাকি ৪টি মেট্রো দুপুর ৩টে থেকে বিকেল ৫টা পর্যন্ত পাওয়া যাবে।
৬) ৩টে বেজে ৪ মিনিটে একটি মেট্রো দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাবে। পরের মেট্রো ৪টে ১৫ মিনিটে ছাড়বে।
৭) দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত আরও দু’টি মেট্রো চলবে দুপুর ৩টে ১০ মিনিটে এবং ৪টে ১২ মিনিটে কবি সুভাষ থেকে।

পরীক্ষার্থীরা যাতে সঠিক সময় মতো তাঁদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে বিশেষ পরিকল্পনা করেছে। অন্যদিকে বেসরকারি বাস, টোটো বা অটো যাতে পরীক্ষার্থীরা সহজেই পান, তা জেলা প্রশাসন দেখবেন। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে কোনও জমায়েত বা জটলা যাতে না হয় সেদিকে পুলিশ প্রশাসন নজর রাখবেন।

আরও পড়ুন – এবার সরকারি তরফে স্টুডেন্টরা পাবে ৮০০ টাকা! সরাসরি জানালেন মুখ্যমন্ত্রী

এবারের মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ১৭২ জন এবং ছাত্রীর সংখ্যা ৩ লক্ষ ৫৬ হাজার ২১। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) রয়েছে ২৩, ২৪, ২৫, ২৮ ফেব্রুয়ারি। অন্যদিকে মার্চ মাসে মাধ্যমিক পরীক্ষা রয়েছে ১,২,৩, এবং ৪ তারিখ। ২৩ ফেব্রুয়ারি থেকে আগামী ৪ মার্চ পর্যন্ত পড়ুয়া ও অভিভাবকরা এই বাড়তি পরিষেবা পাবেন। এই বাড়তি পরিষেবার কারনে পড়ুয়াদের যাতায়াতে অনেকটাই সুবিধা হবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button