নিউজ ডেস্কঃ আকাশ ছোঁয়া সবজির দাম।তার মধ্যে চড়চড় করে বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় সবজি আলুরও দাম।আর এই অবস্থায় কিছুটা হলেও স্বস্তি হলো ‘সুফল বাংলার’ সুবাদে।রাজ্য সরকার ২৫ টাকা কেজি দরে আলু বিক্রি করলো বিভিন্ন জায়গায়।তবে ব্যাপক সাড়া মিলেছে দক্ষিণ চব্বিশ পরগনায়।
এক মাসে এখানে ২ লক্ষ কেজি অর্থাৎ ২০০০ কুইন্টাল আলু বিক্রি হয়েছে।এত কম দামে আলু পাওয়ায় স্টলগুলিতে কাস্টমারদের ভিড় ছিলো চোখে পরার মতো।সুফল বাংলা কেন্দ্র পাঁচটি ও ৫০ টি স্টল দিয়ে বিক্রি করেও ভিড় সামলানো মুসকিল হয়ে পড়েছে বলেই জানা গিয়েছে।