Home নিউজ বেলুন নিয়ে খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়ল ৪ বছরের শিশু

বেলুন নিয়ে খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়ল ৪ বছরের শিশু

নিউজ ডেস্কঃ মর্মান্তিক দূর্ঘটনাজনিত মৃত্যুর সাক্ষী থাকলো মুম্বাই।বেলুন নিয়ে খেলতে খেলতে মৃত্যু হলো আন্ধেরীর চার বছরের শিশু দেবরাজের।পরিবারের সদস্যরা জানায় বেলুন নিয়ে দেবরাজ তার বোনের সাথে প্রথমে বসে বসে বেলুন উড়িয়ে খেলছিলো। এরপর শুয়ে শুয়ে খেলতে শুরু করে।আর এই সময়ই হঠাৎ বেলুন মুখে চলে যেতেই সে সেই বেলুন গিলে ফেলে।আর তাতেই ঘটে বিপত্তি।প্রথমদিকে বাড়ির সদস্যরা বেলুনটি বের করতে বিফল হলে এরপর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে কিন্তু সেখানে না করে দেওয়ায় নিয়ে হয় অন‍্য একটি হাসপাতালে। কিন্তু শেষ অবধি নানাবতী হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে ঘোষণা করা হয়।

আরও পড়ুন :  অনলাইন ২৫০ টাকা খাবার অর্ডারে ৫০ হাজার টাকা জালিয়াতির শিকার মহিলা

চিকিৎসকদের মতে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয়েছে শিশুটির।কুপার হাসপাতালে শিশুটির ময়নাতদন্তের পর জানানো হয়েছে শিশুটির গলায় গভীরভাবে বেলুনটি আটকে গিয়েছিল।যার জেরে এই মৃত্যু।পুলিশ জানিয়েছে দূর্ঘটনা জনিত মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন :  অনলাইন ২৫০ টাকা খাবার অর্ডারে ৫০ হাজার টাকা জালিয়াতির শিকার মহিলা

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল