Home নিউজ দক্ষিণ চব্বিশ পরগনার এক বাজি কারখানায় বিধ্বংসী আগুন

দক্ষিণ চব্বিশ পরগনার এক বাজি কারখানায় বিধ্বংসী আগুন

নিউজ ডেস্কঃ দক্ষিণ চব্বিশ পরগনার এক বাজি কারখানায় বিধ্বংসী আগুন।একের পর এক কারখানায় মূহুর্তে ছড়িয়ে পড়ছে আগুন।প্রবল আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে গোটা এলাকা জুড়ে।আজ সকাল ১১টায় আগুন লাগে।এরপর দমকলের ৩ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করেছে।বারুইপুর থানার বিশাল পুলিশবাহিনীও রয়েছে ঘটনাস্হলে।আগুন আয়ত্তে এখানো ঠিকমতো না আসলেও কোন হতাহতের খবর নেই।এতেই অনেকটা স্বস্তি।

আরও পড়ুন :  করোনার পর আবার নতুন অজানা রোগ ! জেনে নিন বিস্তারিত।

কালিপূজোয় বাজি নিষিদ্ধ করা হোক এই নিরিখে জোড়া জনস্বার্থ মামলা করা হয়েছে কোলকাতা হাইকোর্টে। যার শুনানি বৃহস্পতিবার হবার কথা।একটি মামলায় বলা হয়েছে কালিপুজো, ছটপুজা, জগদ্ধাত্রী পুজো এমনকি বড়দিনেও কড়াকড়ি থাকুক।অন‍্য মামলায় বলা হয়েছে করোনার কথা মাথায় রেখে কালিপুজোয় বাজি ফোটানো যেন নিষিদ্ধ করা হয়।বিচারপতি সঞ্জীব বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে দুটো মামলা করা হয়েছে।

আরও পড়ুন :  মুখ্যমন্ত্রীর জনসভায় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা
আরও পড়ুন :  আপাতত ক্রিকেট থেকে ছুটি! শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘বুমরাহ’ বুমরাহ

অন‍্যদিকে গতকাল রাজ‍্য সরকারের তরফে মূখ‍্যসচিব আলাপন বন্দ‍্যোপাধ‍্যায় বলেন,’কালিপুজো ও দীপাবলীতে বাজি ফাটাবেন না।বাজি থেকে যে দূষণ ছড়ায় তা কোভিডের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক।’ইতিমধ্যে অবশ‍্য উড়িষ্যা ও রাজস্থান বাজি ফাটানো নিষিদ্ধ করে ফেলেছে।

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল