নিউজ ডেস্কঃ ভারতের প্রথম টায়ার পার্ক!নাম শুনে একটু অবাক লাগলো তো।হ্যা অবাক লাগারই কথা। তবে এখন প্রশ্ন এই টায়ার পার্ক কোথায়? আসলে এই টায়ার পার্ক ধর্মতলায় গড়ে তোলা হয়েছে এবং খুব শ্রীঘ্রই তা জনসাধারণের জন্য খুলেও দেওয়া হবে বলে জানা গিয়েছে।
বিনোদন বা অবসরে একটু ঘুরে আসতে বাড়ির কাছাকাছি জায়গা বলতে সবাই পার্ককেই পছন্দের মনে করেন।আর সেই পার্কগুলোকে সাধারণত গাছগাছালি(নানারকম ফুল,লতা পাতা,পাতাবাহার)গাছ বা কোন পশু পাখির মূর্তি দিয়ে সাজানো হয়।
তবে এই পার্ক সম্পূর্ন ভিন্ন।এখানে টায়ার গুলোকে নানা আকৃতি করে কেটে নানান রুপ দিয়ে নানান রঙের ব্যবহারে সাজিয়ে তোলা হয়েছে এই পার্ক।এসপ্লানেড এর ট্রাম কন্ট্রোল রুমের ঠিক উল্টো দিকে অবস্থান করছে এই পার্ক।”ভিড়ের শহরে একটু চোখের শান্তি দেওয়ার জন্য গড়ে তোলা হয়েছে এই পার্ক”এমনটাই বলেছেন WBTC ম্যানেজিং ডিরেক্টর।
ছোট ক্যাফে ও গান শোনার ব্যবস্থাও থাকছে এই পার্কে।জানা গিয়েছে পুরোনো সব ফেলে দেওয়া টায়ারকেই নতুন ছাঁচে রুপ দিয়ে এই পার্কের সৌন্দযায়ন বৃদ্ধি করা হয়েছে।