নিউজ ডেস্কঃ মুখ্যমন্ত্রীর একটানা ৩৫ মিনিটের ভাষণে উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির মানুষদের উন্নয়ন, রায়সাহেব মনিষী ঠাকুর পঞ্চানন বর্মা আব্বাসউদ্দিন সাহেব নারায়ণী ব্যাটেলিয়ন সহ বেশকিছু প্রকল্পের কথা উঠে আসে তার বক্তব্যে। আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষনার পাশাপাশি রাজ্য পুলিশের নারায়ণী ব্যাটেলিয়নের কথা ঘোষনা করেন মুখ্যমন্ত্রী।
তবে এদিনের জনসভায় বিজেপিকে আক্রমণ করতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী, তিনি বলেন বিজেপি ভয় পেয়েছে তাই কান্নাকাটি করেছে, ভয় পেয়েছে তাই বোম নিয়ে মিছিল করেছে । তিনি আরোও বলেন ধমকে চমকে কাজ হবে না, বাংলায় তৃণমূল কংগ্রেস জিতছে, জিতবে এবং তৃণমূল কংগ্রেসি সারা ভারতবর্ষকে পথ দেখাবে।
তিনি প্রতিশ্রুতিও দিয়েছেন বানারহাট এবং ক্রান্তিকে ব্লক করার প্রসেস চলছে। মুখ্যমন্ত্রী আরোও বলেন ময়নাগুড়ি ও ফালাকাটাকে মিউনিসিপালিটি করা হবে।