Home নিউজ সাংবাদিকের লাইভকাস্ট চলাকালীন ভাঙল সেতু,অল্পের জন্য রেহাই, ভাইরাল ভিডিও

সাংবাদিকের লাইভকাস্ট চলাকালীন ভাঙল সেতু,অল্পের জন্য রেহাই, ভাইরাল ভিডিও

নিউজ ডেস্কঃ চোখের সামনে যদি কেউ মৃত্যুর হাত থেকে অল্পের জন্য ফিরে আসেন তবে সেটা হবে তার জীবনের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা।যা হয়তো সারাটা জীবনে ভুলতে পারাও কঠিন।তেমনি অভিজ্ঞতার সামনাসামনি হলেন এক মার্কিন(US Reporter) সাংবাদিক।

ঘটনাটি যখন তিনি প্রত‍্যক্ষ করেন সেই সময় তিনি লাইভ রিপোর্টিং(Live Reporting) এ ব‍্যস্ত ছিলেন।তবে যারা এই ভিডিওটি দেখেছেন তারা ভীষণভাবে প্রশংসা করেছেন ঐ সাংবাদিক ও ক‍্যামেরাম‍্যানের কারণ সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এলেও তারা যেভাবে তাদের কর্তব্যে অবিচল ছিলেন তা অবশ‍্যই প্রশংসনীয়।’Fox-46′ এর রিপোর্টার আম্বার রবার্ট উত্তর ক‍্যারোলিনার আলেকজান্ডার কান্ট্রির হিডেনিট সেতুর উপর দাড়িয়ে বর্ননা দিচ্ছিলেন বন‍্যাবিধ্বস্ত পরিস্থিতির।

আরও পড়ুন :  অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলো কলকাতা বইমেলা

ঠিক সেই সময় সেতুর কিছুটা অংশ ভেঙে ভেসে গেলেও প্রানে বেচে যান তারা।পেশাদার ভঙ্গিতে তিনি খুব দ্রুত সরে আসেন ঐ স্থান থেকে এবং চেচিয়ে বলেন,”এটা ভেঙে পড়ছে”এরপর বলেন,”এটা অবিশ্বাস্য।যাক আমরা ফিরে এসেছি।এই রাস্তায় ধ্বসে পড়া মূহুর্ত লাইভ দেখানো হয় টিভিতে।আর এই রাস্তায় আমরা কয়েক সেকেন্ড আগেও দাড়িয়েছিলাম।”তবে এই ভিডিও দেখে অনেকে শিউরে উঠে কমেন্টে লিখেছেন এভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করবেননা।আবার স্বাভাবিক ভাবে কাজ শুরু করায় অনেকেই তাদের সাহসীকতার জন্য প্রশংসা করেছেন।

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল