আবার কমলো সোনার দাম তবে এবার দিল্লির সরাফা বাজারে দাম কমলো সোনা রুপোর। বৃহস্পতিবার রুপোর দাম ১২১৪ টাকা করে কমে কিলোগ্রাম প্রতি দাম হয়েছে ৬৯২৪২টাকা।
বুধবার রুপোর দাম ছিলো ৭০৪৫৬ টাকা।এইচডিএফসি সিকিউরিটিস অনুযায়ী প্রতি ১০গ্রামে সোনার দাম ৬০৮ টাকা করে কমে হয়েছে ৫২৪৬৩ টাকা। বুধবার সোনার দাম কিলোগ্রাম প্রতি ছিলো ৫৩০৭১ টাকা।
দিল্লির সরাফা বাজারে ২৪ক্যারেট সোনার দাম ৬০৮টাকা কমেছে।আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দাম প্রতি আউন্সে ছিলো যথাক্রমে ২৬.৮৩ ডলার ও ১৯৪৩.৮০ডলার।