নিউজ ডেস্কঃ কথায় আছে “যে রাঁধে সে চুলও বাধে।”এই কথাটি রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও প্রযোজ্য।কারন একা হাতে তিনি সংসার সামলানো থেকে শুরু করে রাজনীতি, সাহিত্য চর্চা সবেতেই সিদ্ধহস্ত।
গল্প,কবিতা, সাহিত্যচর্চা এতটাই প্রতিভা যে ফি বছরে প্রকাশিত হয়েছিল তার হাতে লিখা বই। প্রতিটি বছরে তিনি গান বাধেন।তবে এবার তার নতুন একটি গান প্রকাশ পেয়েছে। যা একটি “মন ভালো করা গান। “মমতার কথা ও সুরে এই গানটি সদ্য প্রকাশ পেয়েছে।
এই নতুন গানটি গেয়েছেন দেবজ্যোতি বোস। মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্যোশাল মিডিয়ায় এই গানটি শেয়ার করে লিখেছেন,”ক্ষুদ্র জীবনের শিউলির প্রভাতে বাঁচবো প্রভাতের মাঝে/প্রভাত প্রভাতীর সাজে।” আপনাদের সবার জন্য আমার কথা ও সুরে “মন ভালো করার গান”টি গেয়েছেন দেবজ্যোতি বোস।
আপনাদের সকলকে বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা রইলো।উল্লেখ্য এর আগেও অনেক গান বেধেঁছেন মমতা।যা অতি সহজেই মানুষের মন জয় করেছিল।এবার নতুন এই “মন ভালো করা গান”যে আবার মন জয় করে নেবে তা বলার অপেক্ষা রাখেনা।
বাংলার মা, মাটি, মানুষকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম, ছোটদের ভালোবাসা। মায়ের এবার যাওয়ার পালা। বিষাদের সুরে, মিষ্টিমুখে আসুন সকলে বলি, আসছে বছর আবার হবে। pic.twitter.com/036TxAU30i
— Mamata Banerjee (@MamataOfficial) October 26, 2020