নিউজ ডেস্কঃ লটারিতে টাকা পেয়ে রাতারাতি কোটিপতি হয়ে গেলেন ডুয়ার্সের ধুপগুড়ি শহরের বারোঘরিয়া মধ্যপাড়া গ্রামের এক কসমেটিকস বিক্রেতা।জানা গিয়েছে ঐ ব্যবসায়ীর নাম অমল রায় প্রধান।তিনি ডিআর ইভিনিং এর লটারি ১ পাতা কেনেন ১৪০ টাকা দিয়ে।এরপর বিকেল ৪ টার দিকে ১ কোটি টাকা পান বলেই জানিয়েছেন তিনি।এরপর তিনি সন্ধ্যায় আরো ১০ হাজার টাকা পেয়েছেন বলেই জানা গিয়েছে।
রাতারাতি কোটিপতি হওয়াতে স্থানীয় লোকজন তাকে ‘কোটিপতি দাদা’বলেই সম্বোধন করছেন।তার এই টাকা পাওয়ায় বেশ খুশি তার পরিবারের লোকজন।এই টাকা দিয়ে কি করবেন? তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন মেয়ের বিয়ের জন্য সংরক্ষিত করবো।তার এই টাকা পাওয়াতে খুশি স্থানীয় লোকজনও।