Home নিউজ আবার দূর্গাপুজো হলো জলপাইগুড়ির রংধামালিতে, জানুন পুজোর ইতিহাস

আবার দূর্গাপুজো হলো জলপাইগুড়ির রংধামালিতে, জানুন পুজোর ইতিহাস

নিউজ ডেস্কঃ আবার দূর্গাপুজো হলো জলপাইগুড়ির রংধামালিতে।ইতিমধ্যে দূর্গাপুজা পেরিয়ে বিসর্জন হয়ে গেছে অনেক জায়গায়।তবে আবার নতুন করে দূর্গাপুজো হলো জলপাইগুড়ির রংধামালিতে।এবার ১৩৯ তম দূর্গাপুজো ছিলো এটি।তবে প্রত‍্যেক বছর পুজোর সাথে সাথে মেলা হলেও এবছর করোনার কারনে মেলা হয়নি বলেই জানান মন্দিরের পুজারী নরেন্দ্র নাথ।স্থানীয় বাসিন্দারা জানান প্রত‍্যেক বছর মেলায় প্রচুর মানুষ হয়। তবে এবছর ভিড়ের ফলে করোনা সংক্রমণ বেড়ে যেতে পারে সেজন্যই মেলা বন্ধ রাখা হয়েছে।তবে পুজো শেষ হয়ে গেলেও এই পুজো কেন?কারণ এই পূজোর পেছনে রয়েছে প্রাচীন কথিত এক ইতিহাস।

আরও পড়ুন :  করোনা আক্রান্ত আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস, আইসোলেশনেও করবেন কাজ

এই পুজোর ইতিহাস-

জানা গিয়েছে মা দূর্গা কৈলাসে যাবার সময় স্বপুত্র ও কন্যা নিয়ে বিরাট এক আমবাগানের নিচে বিশ্রাম নিচ্ছিলেন।সে সময় কিছু এলাকাবাসীর চোখে পড়ে যান তিনি।আর তারা ঐ বাগানের মালিক বৈকন্ঠপুর রাজার কাছে এখবর জানাতেই রাজা এসে দেবীকে প্রনাম করে বলেন একটি দিন যেন দেবী এখানেই থেকে যান।আর তার কথা ফেলতে পারেননিদেবী।তিনি থেকে যান।শুরু হয় পুজো।সেই থেকে এই পুজোর চল শুরু।আর ঐ আম বাগান এখন না থাকলেও রয়ে গিয়েছে মাঠটি যাতে মেলা বসে তিনদিন ধরে।মেলার নাম ‘মহারাজা মেলা।’তবে প্রত‍্যেক বছর সেই মহারাজা মেলা হলেও এবছর করোনার কারনে কোন আয়োজন করা হয়নি মেলার।

আরও পড়ুন :  করোনা আক্রান্ত আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস, আইসোলেশনেও করবেন কাজ

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল