নিউজ ডেস্কঃ রাস্তায় দাড়িয়ে দাড়িয়ে ফুচকা খেতে কে না ভালো বাসে।কিন্তু সেই ফুচকা খেতে গিয়ে যে এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে তা বোধ হয় ঘুনাক্ষরেও ভাবতে পারেন নি কেউ।মহারাষ্ট্রের কোলহাপুরের এক ফুচকা বিক্রেতা যা কান্ড ঘটিয়েছে তা দেখলে আপনারও ঘেন্না করবে।
সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে কোলহাপুরের ফুচকা বিক্রেতার কুকীর্তি।দেখা যাচ্ছে যে সে নিজের প্রস্রাব মিশিয়ে ঐ ফুচকা বিক্রি করছে।ঐ ফুচকা বিক্রেতা রাঙ্কালা লেকের ধারে নিয়মিত ঠেলাগাড়ি করে ফুচকা বেচে।তার ফুচকা স্টলের নাম ‘মুম্বাই কে স্পেশাল পানিপুরিওয়ালা’
স্থানীয় লোকজন এর কাছে ভীষণ জনপ্রিয়।রোজ প্রচুর ভীড় হতো।এই ফুচকা খেতে ভীড় জমাতো প্রচুর মানুষ।তবে এদিন এই ফুচকার ভিতরের রহস্য সামনে আসতেই ভাঙচুর করা হয় ঐ ফুচকাওয়ালার গাড়ি।