Home টলিউড সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে আছেন তিনি, টানা ৯ দিন সাড়া দেয়নি মস্তিষ্ক

সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে আছেন তিনি, টানা ৯ দিন সাড়া দেয়নি মস্তিষ্ক

নিউজ ডেস্কঃ শারীরিক সক্ষমতার কথা মাথায় রেখে আজ তৃতীয় ডায়ালিসিস স্থগিত রাখলো মেডিকেল বোর্ড।ব্লাড ট্রান্পফিউশন কম হচ্ছে হিমোগ্লোবিন কম থাকার কারনে।প্লেটলেট ট্রান্পফিউশন ও আজ স্থগিত রাখা হয়েছে।মস্তিষ্ক আজ টানা ৯ দিন ধরে কোন সাড়া দিচ্ছে না।সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা।চিকিৎসকদের মতে অত্যন্ত সঙ্কটজনক অবস্থা তার।

আরও পড়ুন :  আলুর দাম কিছুটা কমলেও বেড়ে গেলো পেট্রোল, ডিজেল ও গ‍্যাসের দাম

আজ সকালে চোখ মেলার চেষ্টা করেছেন তিনি তবে সেটা কনসাসনেস থেকে নয়।এমনটাই জানা গিয়েছে মেডিকেল বুলেটিন এর তথ‍্য অনুযায়ী।মস্তিষ্কের সাড়া দেওয়ার সূচক ১০(কোমা স্কেল অনুযায়ী)।ইউরিন আউটপুট ভালো গত ২৪ ঘন্টায়।রক্তচাপ ঠিক আছে।ডায়ালিসিস এর পর রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিন একটু কম।অ্যান্টিবায়েটিক ও স্টেরোয়েড ও অন‍্যান‍্য ওষুধপত্র চলছে।

আরও পড়ুন :  আবার ও বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গে

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল