নিউজ ডেস্কঃ কয়েকদিন আগেই সূস্হ হয়ে ফিরেছেন কপিল দেব নিখাঞ্জ।হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।অ্যাঞ্জিওপ্লাস্টির পর বর্তমানে তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন তিনি। দিল্লির ওখলা রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন হরিয়ানা হ্যারিকেন(কপিল দেব নিখাঞ্জ।
তার অসুস্থতার খবর শোনামাত্র বেশ মন খারাপ ও চিন্তিত হয়ে পড়েছিলেন তার ভক্তরা।কিন্তু বর্তমানে সুস্থতার খবরে তারা সবাই ভীষণ খুশি।সম্প্রতি কপিল দেব একটি ভিডিও বার্তার মাধ্যমে বলেছেন,”আমার তিরাশির পরিবার।এখানে আবহাওয়া বেশ ভালো।
আমি সবার সাথে দেখা উৎসুক হয়ে আছি।এখানে আমি বেশ সুস্থ বোধ করছি।তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রার্থনা করার জন্য।”সবার সাথে দেখা করার জন্য ২০২১ সাল যাতে দারুণভাবে শুরু হয় সে ইচ্ছে প্রকাশ করেছেন তিনি।অবশেষে তিনি ফ্লাইং কিস ছুড়ে দেন তার তিরাশির বিশ্বজয়ী ভক্তদের উদ্দেশ্যে।
Kapil Dev has a message for you all ?
(? via @vikrantgupta73) pic.twitter.com/5Rx7CTl6lc
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 29, 2020