নিউজ ডেস্কঃ চিনকে সতর্ক বার্তা দিতেই বৃহস্পতিবার আরব সাগরে ডুব দিলো অত্যাধুনিক সাবমেরিন।মুম্বাইয়ের মাঝগাওবন্দর থেকে আরব সাগরের জল স্পর্শ করেছে ঐ সাবমেরিন।জানা গিয়েছে জাহাজ বিধ্বংসী নানান ক্ষেপণাস্ত্র ছাড়াও টর্পেডো ছুড়তে দক্ষ এই সমরাস্ত্র।
The 5th of #IndianNavy‘s Kalvari Class submarines (Project 75) launched today #12Nov 20.
Named ‘Vagir’ in accordance with the Naval traditions by Smt Vijaya Shripad Naik. Hon’ble Rajya Raksha Mantri @shripadynaik, was Chief Guest & joined via VC.#AtmaNirbharBharat@makeinindia https://t.co/gLWR3Hnj4Z pic.twitter.com/6QOK5AJ3BZ— SpokespersonNavy (@indiannavy) November 12, 2020
দূর্ধর্ষ সামুদ্রিক শিকারী মাছের নামে এই সাবমেরিনের নাম করা হয়েছে স্টরপেন।ইন্দো ফরাসি অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ইতিমধ্যে মোট ৬ টি সাবমেরিন তৈরী করে ফেলেছে ভারত।ওজনের নিরিখে এটি দুই হাজার টন ও লম্বায় ৬৭ মিটার এই সাবমেরিন বিদ্যুৎ ও ডিজেল দুটোটেই চলবে এমনটাই জানা গিয়েছে
Fifth Scorpene #Submarine MDL Yard 11879 (Vagir) of P-75 was launched today by Smt Vijaya Shripad Naik amidst invocation of Atharva Veda at Mazagon Dock #MDL. Hon’ble RRM Shri Shripad Naik was the Chief Guest & joined via VC. #MakeinIndia#AtmaNirbharBharat@indiannavy pic.twitter.com/oznbgiM5Fd
— PRO Defence Mumbai (@DefPROMumbai) November 12, 2020