Home নিউজ লকডাউনে কাজ হারিয়েছেন মা, পরিবারের আর্থিক দুরবস্থাই চা বেচছে ১৪ বছরের ছেলে

লকডাউনে কাজ হারিয়েছেন মা, পরিবারের আর্থিক দুরবস্থাই চা বেচছে ১৪ বছরের ছেলে

নিউজ ডেস্কঃ সব ছেলে মেয়েরাই সাধারণত বাবা মায়ের ছত্রছায়ায় বড় হয়ে ওঠে।কিন্তু মুম্বাইয়ের সুভাষের গল্পটা একটু ভিন্ন।মাত্র ২ বছর বয়সেই সে তার বাবাকে হারিয়েছে।মা কাজ পেয়েছিলেন পরিচালক হিসেবে স্কুল বাসে।তবে দীর্ঘ লকডাউনের কারনে সেই কাজও তিনি হদেস্পক

রিবারের কথা ভেবে শেষে মুম্বাইয়ের বিভিন্ন প্রান্তে চা বিক্রি করছে সুভাষ।বর্তমানে সুভাষের বয়স ১৪।এই বয়সটা খেলাধুলা করে কাটানোর বয়েস হলেও তার মাথায় পরিবারের বোঝা।যাই হোক সুভাষ জানিয়েছে,”১২ বছর আগে বাবাকে হারাই।স্কুল বাসে পরিচালিকার কাজ মা পেয়েছিল।

আরও পড়ুন :  ৩৯০০০ কোটি টাকা খরচ করে আসতে পারে আরও বিধ্বংসী এই যুদ্ধবিমান

কিন্তু লকডাউনের কারনে স্কুল বন্ধ যার ফলে সে কাজ ও হারিয়েছেন মা।বোনেরা অনলাইনে পড়াশোনা করে যার ফলে সাংসারিক খরচ চালাতে আমার এই চা বিক্রির সিদ্ধান্ত।দৈনিক চা বিক্রি করে আমি ৩০০থেকে ৪০০টাকা রোজগার করি।চা বানিয়ে ভেন্ডি বাজার,নাগপরা ও পাশ্ববর্তী এলাকায় বিক্রি করি।

আরও পড়ুন :  অবশেষে স্বস্তি মধ্যবিত্তের বাজারের থলি, কাল থেকেই বাজারে বিক্রি হবে একদামে আলু
আরও পড়ুন :  জার্মানির যুদ্ধজাহাজ এবার টহল দেবে ভারত মহাসাগরের বুকে

নিজস্ব দোকান বলতে কিছু নেই।”এছাড়াও সুভাষ বলে ,”আমি আমার পড়াশোনা অনলাইনে করতে পারছিনা ঠিক তবে পড়াশোনা আমি ছাড়বোনা স্কুল খুললেই ও মা পুনরায় কাজ পেলে আমি আমার পড়াশোনা চালিয়ে যাবো।”

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল