Home নিউজ বিহারের সপ্তম বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ কুমার, জানুন সময়কাল

বিহারের সপ্তম বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ কুমার, জানুন সময়কাল

নিউজ ডেস্কঃ সপ্তমবারের মতো বিহারের মূখ‍্যমন্ত্রী হতে চলেছেন নীতিশ কুমার।আজ রবিবার নীতিশ কুমারের পটনার বাড়িতে এনডিএ বিধায়কদের বৈঠক হয়।তারপরই সর্বসম্মতিক্রমে নীতিশের হাতে মূখ‍্যমন্ত্রীত্বের ভার তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।আর ঠিক এরপরই নীতিশ রাজভবনে যান সরকার গঠনের দাবি জানানোর জন্য।

বিজেপি ভোটের পূর্বেই জানিয়ে দিয়েছিল ভোটে জিতলে নীতিশই মূখ‍্যমন্ত্রী হবেন।এবার তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করলো।আজকের সেই এনডিএ বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।শপথগ্রহণ অনুষ্ঠান হতে চলেছে সোমবার।এবার বিহার ভোটের ফলাফল বেরিয়েছে ১০ নভেম্বর।এনডিএ জোট পেয়েছে ১২৫ টি,মহাগঠবন্ধন পেয়েছে ১১০ টি আসন,বিজেপি পেয়েছে ৭৪ টি আপন ও জেডিইউ পেয়েছে ৪৩ টি আসন।

আরও পড়ুন :  গুগল শর্ত মেনে কয়েক ঘণ্টার পর ফিরে আসে পেটিএম

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বিজেপির আসন বেড়ে যাওয়ার ফলে কিছুটা চাপেই ছিলেন নীতিশ কুমার।অন‍্যদিকে দলীয় সূত্রে জানা গিয়েছে বিজেপির কেউ কেউ চাননি এবার মূখ‍্যমন্ত্রী করা হোক নীতিশ কুমারকে।তা নিয়ে ভোটের ফলাফল বের হবার পর জল্পনা ছিলো তুঙ্গে।যদিও সব জল্পনার অবসান ঘটলো আজ।মূখ‍্যমন্ত্রী পদের দায়িত্ব তুলে দেওয়া হলো নীতিশের হাতে।

আরও পড়ুন :  এবার পুরুষ সরকারি কর্মীরাও পাবেন 'চাইল্ড কেয়ার লিভ'
আরও পড়ুন :  জলে ভাসমান রোপওয়ে ভেলা! ধূপগুড়ি থেকে মাত্র ৯ কিমি উত্তরে অবস্থিত ডুডুয়া নদীতে

২০০০ সালের ৩ মার্চ প্রথম মূখ‍্যমন্ত্রী হয়েছিলেন নীতিশ।এরপর বিজেপির সমর্থনে ২০০৫ সালে ২৪ নভেম্বর দ্বিতীয়বার মূখ‍্যমন্ত্রী হন তিনি।২০১০ সালে তৃতীয়বার মূখ‍্যমন্ত্রী হন নীতিশ।২০১৪ সালে মূখ‍্যমন্ত্রী হলেও জেডিইউ এর খারাপ ফলের জন্য মূখ‍্যমন্ত্রী পদ থেকে তিনি ইস্তাফা দিতে বাধ্য হন।

আরও পড়ুন :  করোনার নতুন স্ট্রেনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৫

ইস্তাফা দেওয়ার পর ঐ স্থান পূরণ করেন জিতন রাম মাঁঝি।আবার ২০১৫ সালের ফেব্রুয়ারিতে চতুর্থবার মূখ‍্যমন্ত্রী হন নীতিশ।ঐ বছর ২০ নভেম্বরে পঞ্চম বারের জন্য আবার মূখ‍্যমন্ত্রীর পদে বসেন তিনি।২০১৭ সালে আরজেডির সাথে জোট ভেঙে যাওয়াতে বিজেপির হাত ধরে ষষ্ঠবার মূখ‍্যমন্ত্রী হন নীতিশ।২০২০ সালে বিজেপির সাথে জোট বেধেঁ সপ্তমবারের মতো মূখ‍্যমন্ত্রী হতে চলেছেন নীতিশ কুমার।

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল