নিউজ ডেস্কঃ মিষ্টি পছন্দ করেননা এমন কোন মানুষ নেই।আর সেই মিষ্টি মুখ করাটা বেড়ে যায় উৎসবের সময়।বাঙালী থেকে শুরু করে গোটা ভারতবাসী এই উৎসবের সময় মিষ্টিমুখ করে থাকেন।কিন্তু মিষ্টির দাম যদি ৯০০০টাকা হয় তবে?শুনে অবাক লাগলেও এটাই বাস্তব।কারন গুজরাটে বিক্রি হচ্ছে ‘সোনার ঘড়ি’ নামের এই বিশেষ মিষ্টি।কেজি প্রতি ৯০০০টাকা মূল্যের এই মিষ্টি নজর কেড়েছে গোটা ভারতের।দেশী ঘি,শুকনো ফল ও ডেজার্টটি ক্ষীর দিয়ে তৈরী এই মিষ্টি মোড়া থাকে ২২ ক্যারেট সোনার মোড়কে।তবে দাম বেশি হলেও দিব্বি কিনে নিচ্ছেন মানুষ।
সুরাটের ঐ মিষ্টি বিক্রেতা জানিয়েছেন এমনিতেই ঘারির মূল্য কেজি প্রতি ৬০০-৮৫০ টাকা পড়ে।তবে সোনার পাতে মোড়ানোর ফলে এর দাম বেড়ে হয়েছে ৯০০০টাকা প্রতি কেজি।ঐতিহ্যবাহী এই মিষ্টি সুরাটে দিপাবলী ও অন্যান্য অনুষ্ঠানে ব্যাপকভাবে বিক্রি হয়।সোনা শরীরের জন্য একটি অত্যন্ত উপকারী ধাতু।তাই সোনার পাতে মোড়ানো মিষ্টি খেলে শরীরের যে উপকারই তা বলার অপেক্ষা রাখেনা।ঐতিহ্যবাহী এই মিষ্টিকে আরো আকর্ষণীয় করতে এই সোনার মোড়কে মোড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।