নিউজ ডেস্কঃ ফের কাশ্মীরে সংঘর্ষবিরোতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান।শুধু তাই নয় পাকিস্তানের সেনা গোলাবর্ষণ চালানো থেকে শুরু করে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টাও করেছে কাশ্মীরের বিস্তীর্ন এলাকা জুড়ে।তাদের বিরোধিতা করেছে ভারতীয় সেনা তথা বিএসএফ জওয়ানরা।
কিন্তু বারামুলায় পাকিস্তানী সেনার হামলায় বিএসএফের সাব ইন্সপেক্টর রাকেশ দোভালের মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।এছাড়াও দুজন মালবাহক সহ স্থানীয় ছয়জন আহত হয়েছেন।জানা গিয়েছে এদিন দুপুর নাগাদ কুপওয়ারার নওগামসেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলিগোলি শুরু হয়।
আর সেই সময় আঘাত লাগে ইন্সপেক্টর দোভালের মাথায়।তিনি উত্তরাখন্ডের ঋষিকেষের বাসিন্দা।কেরান,উড়ি,গুরেজ,তাংদার প্রভৃতি এলাকায় হামলা হয়েছে বলেই খবর।কেরান এলাকায় অনুপ্রবেশ করতে গিয়েও বাধাপ্রাপ্ত হয়েছে জঙ্গিরা।যাই হোক আপাতত সেখানে বন্ধ করে রাখা হয়েছে ইন্টারনেট পরিসেবা।আহত মালবাহক ও স্থানীয় ছয়জন মানুষকে নিয়ে যাওয়া হয়েছে মান্ডি উপজেলা হাসপাতালে।