নিউজ ডেস্কঃ রোপওয়ে তো অনেক দেখেছেন। তবে সেগুলো দেখেছেন মাটি থেকে উপরে শূন্যে ঝুলন্ত অবস্থায়।তবে এ রোপওয়ে খানিকটা অন্যরকম।না মাটিতে নয় আজ তুলে ধরবো জলে ভাসমান ভেলার কথা।
ধূপগুড়ি থেকে মাত্র ৯ কিমি উত্তরে অবস্থিত ডুডুয়া নদী।সেখানেই নদীর পাড়ের চরে চলে চাষাবাদ।পাশাপাশি এই চর এলাকা গবাদি পশুর চারনভূমিও বটে।কিন্তু এত বিশাল নদী পশু নিয়ে পাড়াপাড় করতে অসুবিধার সম্মুখীন হতে হয় মাঝে মাঝেই।তাই নদীর এ প্রান্ত থেকে ও প্রান্ত জুড়ে খুটি গেড়ে তাতে লাগানো হয়েছে দড়ি।আর নদীতে রয়েছে ভেলা।
এই ভেলাও আবার তৈরী হয়েছে ফেলে দেওয়া থার্মোকল দিয়ে।যার কোন দাড় বা বৈঠা নেই।এই দড়ির সাহায্যে অতি সহজেই গবাদি পশু সহ মানুষ ভেলার মাধ্যমে এ প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছে যাচ্ছে।স্থানীয় লোকজন এই ভেলাকে রোপওয়ে বলেই আক্ষা দিয়েছেন।বলা বাহুল্য এতে খুব কম পরিশ্রমেই নদী পাড়াপাড় করছেন স্থানীয় মানুষ।