নিউজ ডেস্কঃ রাশিয়ার তৈরী করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি(Sputnik-V)আগামী সপ্তাহে কানপুরে আসছে দ্বিতীয় ও তৃতীয় ট্রায়ালের জন্য।কানপুরের গনেশ শঙ্কর বিদ্যার্থী মেডিকেল কলেজে মানবদেহে পরিক্ষা করা হবে এই ভ্যাকসিনটির।ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া তরফ থেকে এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে।
ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক এমন ভলিন্টিয়ারদের ২১ দিনের ব্যবধানে তিনটি ডোজ দেওয়া হবে এবং পর্যবেক্ষণে রাখা হবে প্রায় ৭ মাস।এর মাঝে আবার তাদের শরীরে নানারকম পরিক্ষা নিরীক্ষাও করা হবে।গনেশ শঙ্কর বিদ্যার্থী মেডিকেল কলেজের অধ্যক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন,’এখনো অবধি ১৮০ জন ভলিন্টিয়ার নাম লিখিয়েছেন ঐ ভ্যাকসিন নেওয়ার জন্য।তাদের কতটা ডোজ দেওয়া হবে,এরপর আবার ডোজ দেওয়া হবে কিনা, কতদিন পর্যবেক্ষণে রাখা হবে তা ঠিক করবেন গবেষণার দায়িত্বে থাকা সৌরভ আগরওয়াল।’