Home নিউজ আগামী ১ ডিসেম্বর থেকে বেতন বাড়তে চলেছে, প্রায় ৮০ শতাংশ কর্মীর

আগামী ১ ডিসেম্বর থেকে বেতন বাড়তে চলেছে, প্রায় ৮০ শতাংশ কর্মীর

নিউজ ডেস্কঃ আগামী ১ ডিসেম্বর থেকে দেশের অন‍্যতম প্রধান তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রোর প্রায় দেড় লক্ষ কর্মীদের বেতন বাড়তে চলেছে।যা প্রায় ৮০ শতাংশ কর্মীর সমান।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানা গিয়েছে যেসব কর্মী করোনা পরিস্থিতিতেও ভালো কাজ করেছে পদোন্নতি হবে তাদেরও।বেঙ্গালুরুতে থাকা তথ‍্যপ্রযুক্তি সংস্থার B,C ও D সমস্ত কর্মীদেরই গড়ে একই ভাবে বেতন বৃদ্ধি করা হচ্ছে।যদিও এখনো উচ্চপদস্থ কর্মচারীদের বেতন কতটা বাড়বে তা নিয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়নি।বর্তমানে উইপ্রোর কর্মীসংখ‍্যা ১.৮৫ লক্ষ্যেরও বেশি।এর মধ্যে ৮০শতাংশ অর্থাৎ ১.৫ লক্ষের বেশি কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।অন‍্যদিকে করোনা পরিস্থিতির সময় ভালো কাজ করেছেন এমন কর্মীদের পদোন্নতি করা হবে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন :  অযোধ্যায় প্রস্তাবিত মসজিদের নকশার ব্লু প্রিন্টও প্রকাশ‍্যে এলো, যা নজর কেড়েছে সকলের

উইপ্রো,টাটা কনসালটেন্সি সার্ভিসেস,ইমফোসিস ও অন্যান্য তথ‍্যপ্রযুক্তি সংস্থা করোনা পরিস্থিতির সময় বেতন বন্ধ রেখেছিল সংকটের কারনে।কিন্তু বর্তমানে অবস্থা কিছুটা স্বাভাবিক হতেই এই সিদ্ধান্ত নেওয়া হয় উইপ্রোর তরফে।উইপ্রোর তরফে জানা গিয়েছে সেপ্টেম্বর মাসের শেষের দিকে দ্বিতীয় ত্রৈমাসিক আগের বছরের হিসেবে ৩.৪ শতাংশ কমে গিয়েছে।অর্থাৎ বর্তমানে তা দাড়ায় ২৪৬৫.৭০ কোটি টাকা।যা আগের বছর ছিল ২৫৫২.৭০কোটি টাকা।

আরও পড়ুন :  চিন ছেড়ে উত্তরপ্রদেশের আগ্রায় কারখানা খুলল জার্মান জুতো কোম্পানি
আরও পড়ুন :  পরিবর্তন হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক ও একাদশ শ্রেণীর প্রশ্নপত্রের ধাঁচ!

টিসিএস এর আগেই জানিয়েছেন ১লা অক্টোবর থেকে তাদের কর্মচারীদের বেতন বৃদ্ধি হচ্ছে।অন‍্যদিকে ইমফোসিস জানিয়েছে পরের বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাস থেকে কর্মীদের বেতন বৃদ্ধি করা হবে।তবে ইন্সেন্টিভ দেওয়া হবে ডিসেম্বর থেকেই।

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল