নিউজ ডেস্কঃ সম্প্রতি জম্মুতে নিরাপত্তারক্ষীরা জঙ্গিদের নাশকতার ছক বানচাল করে দিলো।এদিন চার সন্ত্রাসবাদী লুকিয়ে ছিলো নাগরোটারবান টোল প্লাজায়।আর সেখানেই নিরাপত্তা রক্ষীদের গুলিতে ঝাঝরা হয় ঐ চার জঙ্গি।এই সংঘর্ষে আহত হন এক নিরাপত্তারক্ষীও।আর এই ঘটনার পর পরই ঐ স্থানে আরো জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যাবস্থা।
দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী,NSA,ইন্টেলিজেন্স ব্যুরোর শীর্ষ আধিকারিকদের সাথে এ বিষয়ে নিয়ে বৈঠক করেন।জানা গিয়েছে মুম্বাইয়ের ২৬/১১হামলার ১২ বছর পূর্তি উপলক্ষে জঙ্গিদের নাশকতার ছক ছিলো বড়সড়।তবে আগে থেকেই খবর পেয়ে যাওয়ায় বৃহস্পতিবার থেকেই চলছিল নাকা চেকিং।আর সেই সময় ভোর রাতে আচমকা জঙ্গিরা নিরাপত্তা রক্ষীদের উপর গুলি চালানো শুরু করতেই পাল্টা গুলি চালায় নিরাপত্তা রক্ষীরা।আর তাতেই খতম হয় চার জঙ্গি।
PM Narendra Modi held a review meeting with Home Minister, National Security Advisor, Foreign Secretary, and top intelligence establishment over Nagrota encounter. It was found that the terrorists were planning a big attack on the anniversary of 26/11 terror attack: Govt Sources pic.twitter.com/f4ubNq742N
— ANI (@ANI) November 20, 2020
জানা গিয়েছে জঙ্গিরা বাসে করে জম্মু থেকে কাশ্মীরের দিকে যাচ্ছিল।তখন থেকেই জম্মু-শ্রীনগর রাস্তা বন্ধ রাখা হয়েছে।আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তবে বড়সড় হামলার আশঙ্কা এড়িয়ে দেওয়া যাচ্ছে না তাই পুরো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Prime Minister Narendra Modi will lay the foundation stone of rural drinking water supply projects in Mirzapur and Sonbhadra districts of the Vindhyachal region of Uttar Pradesh on 22nd November, via video conferencing. (File photo) pic.twitter.com/QIPohbROLC
— ANI (@ANI) November 20, 2020