নিউজ ডেস্কঃ “মানুষরুপী ভগবান”কথাটি বহুল প্রচলিত।আমরা আগেও শুনেছি সোনু সুদের কথা তাকে ‘মানুষরুপী ভগবান’ বলাই যায়।কারণ লকডাউনের সময় তিনি যেভাবে মানুষের ত্রাতা হয়ে উঠেছিলেন কি করেননি সেই সময় লকডাউনে আটকে যাওয়া বিভিন্ন এলাকার মানুষের জন্য বাড়ি ফেরার সমস্ত ব্যবস্থা তিনি করেছিলেন নিজের টাকা খরচ করে।শুধু তাই নয় খাওয়াদাওয়া থেকে কারো বইপুস্তক নেই তাকে তা কিনে দেওয়া,কেউ অনলাইনে পড়াশোনা করতে পারছেন না তো তার ব্যবস্থা করা,কারো মেয়ের বিয়ে দেওয়ার টাকা নেই সেই মানুষকে আর্থিকভাবে হেল্প করা,এমনকি নানারকমভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন সোনু সুদ।নিজে খুলেছেন একটি হেল্পলাইন ডেস্ক।কারো কোন সমস্যা হলে ইমেইল করলে তিনি যতটা পারেন চেষ্টা করেন দেখার আর সমস্যার সমাধান করার।
It’s an urgent surgery.
Surgery is confirmed for tomorrow @InnovaHeart Hospital. Dr. Kona Samba Murthy @konasambamurthy will take good care. All The Best & wishing the kid a speedy recovery. @IlaajIndia https://t.co/LWYHXROaFt
— sonu sood (@SonuSood) November 11, 2020
এবারও এমনই একটি ঘটনার কথাই তুলে ধরা হবে।এবার তেলেঙ্গানার ৪ মাসের একটি শিশুর প্রানরক্ষা করলেন এই অভিনেতা।শিশুটির নাম অদ্বৈত শৌর্য।এদিন হঠাৎই শিশুটির হৃদযন্ত্রে ভীষণ ব্যাথা শুরু হলে তাকে তার বাবা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার জানান অস্ত্রোপচার করতে হবে।আর যার জন্য খরচ ৭ লক্ষ টাকা।শৌর্যের বাবা পান্ডুপল্লিবাবুর মাথায় আকাশ ভেঙে পড়ে কারন এত টাকা সে কিভাবে জোগাড় করবে!পান্ডুপল্লিবাবু পেশায় একটি কুরিয়ার কোম্পানির কর্মী।যার মাইনে খুব সামান্য।তিনি তখন ছেলেকে পাগলের মতো এদিক ওদিক ছুটছেন টাকা কিভাবে জোগাড় করা যায় এই চিন্তায়।
এমন সময় গ্রামবাসীদের পরামর্শে তিনি টুইট করেন সোনু সুদকে।এরপর অভিনেতা সোনু সুদের উদ্যোগেই আজ বৃহস্পতিবার হায়াদ্রাবাদের একটি হাসপাতালে অস্ত্রোপচার হয় অদ্বৈত শৌর্য নামের ঐ চারমাসের শিশুটির।অভিনেতার এমন উদ্যোগে ভীষণ খুশি শিশুটির বাবা বলেছেন আমি থাকে আমার ছেলের ব্যাপারে টুইট করে সমস্ত কিছু জানাই।এরপরই উনি পাল্টা উত্তরও দিয়েছেন আমাকে।এছাড়াও তিনি বলেছেন চিকিৎসার সমস্ত খরচ সোনু সুদই বহন করবেন।