নিউজ ডেস্কঃ ভালো নেই প্রবাদপ্রতিম প্রবীন এই অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। হাসপাতালের বেডে ক্রমশই তার শারিরীক অবস্থা অবনতির দিকে যাচ্ছে। কাল অর্থাৎ ২৪ শে অক্টোবর তার শারীরিক অবস্থার এতটাই অবনতি হয়েছে যে স্নায়ু আর কাজ করছেনা।
গত ২৪ ঘন্টায় বেড়েছে এনসেফ্যালোপ্যাথির সংক্রমণ।আগে থেকেই তিনি আক্রান্ত ছিলেন এনসেফ্যালোপেথিতে। কয়েকদিন যাবৎ চিকিৎসায় এই সংক্রমণ কিছুটা কমলেও আবার বেড়ে গিয়েছে এমনটাই জানা গিয়েছে বেলভিউ হাসপাতাল সূত্রে।
দেশ বিদেশের স্নায়ু বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হলেও চিকিৎসায় আর তেমন সাড়া মিলছেনা।বেড়েছে ইউরিয়া ও সোডিয়ামের মাত্রা অপরদিকে কমেছে প্লেটলেটের সংখ্যা। চিকিৎসকরা জানিয়েছেন চেতনাও কমেছে কিছুটা।
গত ৬ অক্টোবর থেকে ৮৫ বছরের এই প্রবীণ অভিনেতা ভর্তি আছেন হাসপাতালে। গত কয়েকদিনের চিকিৎসায় শারীরিক কিছুটা উন্নতি হলেও গত ২৪ ঘন্টায় আবার শারীরিক অবনতি হয়েছে অভিনেতার। জানা গিয়েছে করোনা টেস্টের রিপোর্ট তার নেগেটিভ এসেছে।