আজ বৃহস্পতিবার ভোর ৩টে নাগাদ প্রচণ্ড শব্দ করে দাউ দাউ করে জ্বলে উঠলো গুজরাটের সুরাতের অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন (ONGC) প্লান্টে। যদিও এখনও পর্যন্ত কোন প্রানহানির খবর মেলেনি।
এই ঘটনার জেরে পাশ্ববর্তী এলাকাগুলো কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল বাহিনী ঘটনাস্থলে ইতিমধ্যে পৌ়ঁছেও গেছে। এই আগুন লাগার কারণ হিসেবে অনুমান করা হচ্ছে প্লান্টের ভিতরে বিস্ফোরণকে।
এই বিস্ফোরণের আওয়াজ দশ কিলোমিটার দুর অবধি শোনা গিয়েছে এমনটাই দাবি স্হানীয়দের। এ প্রসঙ্গে সুরতের কালেক্টর ধবল পটেল বলেছেন,”ভোর ৩টে নাগাদ পরপর ৩টে বিস্ফোরণ ঘটে প্লান্টের মধ্যে। তার পর ছড়িয়ে যায় আগুন।দমকল বাহিনী রয়েছে সেখানে।প্রানহানির কোন খবর নেই।”