Home দেশ ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড গুজরাটের সুরাতের অয়েল অ্যান্ড ন‍্যাচরাল গ‍্যাস কর্পোরেশন (ONGC)...

ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড গুজরাটের সুরাতের অয়েল অ্যান্ড ন‍্যাচরাল গ‍্যাস কর্পোরেশন (ONGC) প্লান্টে

আজ বৃহস্পতিবার ভোর ৩টে নাগাদ প্রচণ্ড শব্দ করে দাউ দাউ করে জ্বলে উঠলো গুজরাটের সুরাতের অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশন (ONGC) প্লান্টে। যদিও এখনও পর্যন্ত কোন প্রানহানির খবর মেলেনি।

আরও পড়ুন :  করোনায় প্রাণ গেল রাজ্যের আরও ৫ চিকিৎসকের

এই ঘটনার জেরে পাশ্ববর্তী এলাকাগুলো কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকল বাহিনী ঘটনাস্থলে ইতিমধ্যে পৌ়ঁছেও গেছে। এই আগুন লাগার কারণ হিসেবে অনুমান করা হচ্ছে প্লান্টের ভিতরে বিস্ফোরণকে।

আরও পড়ুন :  এবছর মাধ্যমিক পরীক্ষার্থীদের নিত্যসঙ্গী এখন Tutopia App

এই বিস্ফোরণের আওয়াজ দশ কিলোমিটার দুর অবধি শোনা গিয়েছে এমনটাই দাবি স্হানীয়দের। এ প্রসঙ্গে সুরতের কালেক্টর ধবল পটেল বলেছেন,”ভোর ৩টে নাগাদ পরপর ৩টে বিস্ফোরণ ঘটে প্লান্টের মধ্যে। তার পর ছড়িয়ে যায় আগুন।দমকল বাহিনী রয়েছে সেখানে।প্রানহানির কোন খবর নেই।”

আরও পড়ুন :  বিনামূল্যে দেশবাসীকে কোভিড টিকা দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের: প্রতাপ ষড়ঙ্গী

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল