Home আন্তর্জাতিক প্রথম ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী হলেন নিউজিল্যান্ডে

প্রথম ভারতীয় বংশোদ্ভূত মন্ত্রী হলেন নিউজিল্যান্ডে

নিউজ ডেস্কঃ নিউজিল্যান্ডে এই প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে মন্ত্রীত্বের পদে বসলেন প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণান।সম্প্রতি নিজের মন্ত্রীসভায় ৫ জন মন্ত্রীকে নিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডান।সেই ৫ জন মন্ত্রীর তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কাও।

প্রিয়াঙ্কার জন্ম ভারতে।স্কুল জীবনের পড়াশোনা করেছেন সিঙ্গাপুরে।এরপর উচ্চশিক্ষার উদ্দেশ্য নিয়ে পাড়ি দেন নিউজিল্যান্ডে।নিউজিল্যান্ডে ২০১৭ সালে সেখানে সাংসদ পদে যোগ দেন।এরপর ২০১৯ সালে মিনিস্টার ফর এথনিক কমিউনিটির পার্লামেন্টারি প্রাইভেট সেক্রেটারি পদে যোগ দেন।স্বামীর সাথে বর্তমানে অকল‍্যান্ডে থাকেন প্রিয়াঙ্কা।

আরও পড়ুন :  আজ ডিআরডিও পিনাক মিসাইল সিস্টেমের একটি উন্নত সংস্করনের পরিক্ষা সফল করলো উড়িষ্যার চাঁদিপুরে

নতুন এই মন্ত্রীদের নাম ঘোষণা করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা বলেন,”কয়েকজন নতুন প্রতিভাকে আনতে পেরে আমি উচ্ছ্বসিত।”আগামী শুক্রবার নতুন এক্সিকিউটিভরা শপথ গ্রহণ করবেন।করোনার মোকাবিলা দারুনভাবে সাফল্যের সাথে করে দেশবাসীর তথা বিশ্ববাসীর মন জয় করেছিলেন জেসিন্ডা।এবার নির্বাচনে ব‍্যাপক ভোটে জয়লাভ করাতে খুশির জোয়ার বইছে জেসিন্ডার দল লেবার পার্টিতে।

আরও পড়ুন :  বিজেপিতে যোগদান করছেন দেব?জেনে নিন কি বল্লেন অভিনেতা।

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল