নিউজ ডেস্কঃ অবশেষে সমস্ত প্রতিক্ষার অবসান ঘটিয়ে নভেম্বরেই আসতে চলেছে রয়্যাল এনফিল্ড মিটিয়র ৩৫০। জানা গিয়েছে নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই লঞ্চ করবে রয়্যাল এনফিল্ড মিটিয়র৩৫০। চেন্নাইয়ের সংস্হা রয়্যাল এনফিল্ড।
রেট্রো ক্লাসিক এই বাইকের যা যা ফিচার্স ইতিমধ্যে সামনে এসেছে তাতে দেখা গিয়েছে সুপারনোভা, স্টেলার,ফায়ারবল এই তিনটি ৩৫০ মিটিয়র সহ আসতে চলেছে রয়্যাল এনফিল্ড। এছাড়াও এই বাইকে থাকছে ব্লুটুথ নেভিগেশন ব্যবস্থা। যা লং ড্রাইভ এর জন্য ভীষণ পারফেক্ট।
এছাড়াও ৩৫০সিসির এই বাইকের ক্লাচ খুব মসৃন ও হালকার পাশাপাশি স্ট্রোক ইঞ্জিন, সিঙ্গেল সিলিন্ডার,এয়ার কুলড এর মতো সুবিধা থাকছে।জানা গিয়েছে নতুন এই বাইকের দাম হতে পারে ১.৬০-১.৭৬ লক্ষ টাকার মধ্যে।