নিউজ ডেস্ক: এই প্রথম কোনো করোনা(Coronavirus) আক্রান্ত রোগীর ময়নাতদন্ত(Autopsy) করা হলো।কর্নাটকের বাসিন্দা ৬২ বছরের ঐ ব্যাক্তির ময়নাতদন্তের পর দেখা গিয়েছে যে তার ফুসফুস(Lungh)চামরার বলের মতো হয়েছে।
মৃত্যুর পর প্রায় ১৮ ঘন্টা কেটে গেলেও ঐ ব্যাক্তির শরীরে মিলেছে করোনা ভাইরাসের (Coronavirus) অস্তিত্ব। এদিন ময়নাতদন্তটি করেছেন অক্সফোর্ড মেডিকেল কলেজের চিকিৎসক ড.দিনেশ রাও।তিনি বলেছেন, নাসারন্ধ্র থেকে শুরু করে গলা অবধি করোনা ভাইরাসের অস্তিত্ব মিললেও ত্বকে কোন অস্তিত্ব মেলেনি করোনার।
ফেটে গিয়েছিল ফুসফুস এর বায়ুথলি।সমস্ত রক্তনালী জমাট বেধেঁ গিয়েছিল। পরিবারের অনুমতি নিয়েই এই ময়নাতদন্ত করা হয়েছিল ১০ই অক্টোবর।আর তাতে সময় লেগেছিল ১ঘন্টা ১০মিনিট।ড.দিনেশ রাও আরো বলেছেন,”কোভিড আক্রান্ত রোগীদের ময়নাতদন্ত করলে করোনা সম্পর্কে আরো বিস্তারিত জানা যাবে।”