নিউজ ডেস্কঃ মানসিক স্থিরতা হারাচ্ছেন উত্তর প্রদেশের বদায়ুতে ধর্ষিতার স্বামী।বর্তমানে তাকে ভর্তি করানো হয়েছে মানসিক হাসপাতালে।পোষ্ট্রমাটিক শকের মধ্যে আছেন তিনি আর এই অবস্থা কাটতে কিছুটা সময় লাগবে অন্তত ১৫ দিন ওষুধ চলার পর এবিষয়ে বিষদ বলা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঐ ব্যাক্তির পরিবারের সদস্যরা জানিয়েছেন মাঝে মধ্যেই তিনি অদ্ভূত আচরণ করছেন।গত সোমবার হঠাৎই তিনি ঘুম থেকে জেগে উঠে এঘর ওঘর স্ত্রীকে খুজতে থাকেন তিনি।তারপর স্ত্রীকে না পেয়ে উনুন থেকে গরম তাওয়া নিয়ে বাইরে বেরিয়ে পড়েন।অবশেষে তাকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে নিয়ে এসে তারপর হাসপাতালে ভর্তি করা হয়।
ঐ ব্যাক্তির জামাই জানিয়েছেন শ্বশুরমশাই বিয়ের পর থেকেই শ্বাশুড়ি মায়ের উপর সম্পূর্ণ নির্ভর ছিলেন।তিনি নিজে অসুস্থ থাকায় সন্তান লালন পালন থেকে শুরু করে সমস্ত দায়িত্ব স্ত্রীর উপর দিয়ে নিশ্চিত ছিলেন।হঠাৎ এমন আঘাত মন থেকে মেনে নিতে পারছেন না তিনি।অস্বাভাবিক আচরণ করছেন শ্বশুরমশাই।স্ত্রীর অবস্থা দেখে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।
গণধর্ষন ও হত্যাকারীদের ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে।গত বৃহস্পতিবার অভিযুক্ত সত্যনারায়নকে গ্রেফতার করে পুলিশ।বুধবার সত্যনারায়নের সাগরেদদের গ্রেফতার করার পর মূল অভিযুক্ত সত্যনারায়নের নাম জানতে পারে পুলিশ।প্রথম থেকেই ড্রাইভার ও মন্দিরের পুলিশের উপর সন্দেহর তীর ছিলো যারফলে তাদের গ্রেফতার করা হলেও গা ঢাকা দিয়েছিল সত্যনারায়ন।কিন্তু শেষ পর্যন্ত পুলিশ তাকেও গ্রেফতার করে ফেলেন।