Home দেশ ভারতের এই রাজ‍্য মিলল ডাইনোসর এর ডিম,তবে কি এই রাজ‍্য ডাইনোসর এর...

ভারতের এই রাজ‍্য মিলল ডাইনোসর এর ডিম,তবে কি এই রাজ‍্য ডাইনোসর এর স্বর্গরাজ‍্য

তবে কি ভারতের এই রাজ‍্য ডাইনোসর এর স্বর্গরাজ‍্য।এর আগেও মধ‍্যপ্রদেশ রাজ‍্যে কয়েকবার পাওয়া গিয়েছে ডাইনোসর এর ডিম।

সম্প্রতি আবার মধ‍্যপ্রদেশের মান্দালায় আবার জীবাস্ম অবস্থায় ৭টি ডিম পাওয়া গিয়েছে ডাইনোসরের।বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে ডিমগুলির ওজন ২.৬ কেজি ও গড় প্রস্থ ৪০সেন্টিমিটার।

আরও পড়ুন :  কোভিড নিয়ে চিন্ততায় স্কুল,ফের অনলাইন ক্লাস

ডক্টর হরিসিং গৌর বিশ্ববিদ্যালয়ের জিওলজির অধ‍্যাপক প্রফেসর পি.কে কথল এই ডিমগুলো সনাক্ত করে নিশ্চিত করেছেন যে এগুলো ডাইনোসরের ডিম এবং যা এখন জীবাস্মে পরিনত হয়েছে।পাশাপাশি তিনি বলেছেন মোহনটোলা এলাকা থেকে এই ৭টি ডিম পাওয়া গিয়েছে যা মান্দালার পুলিশ হেড কোয়ার্টার থেকে ৪ কিমি দুরে অবস্থিত।তিনি বলেছেন ডিমগুলি ৬৫ মিলিয়ন বছর পূর্বের ক্রেস্টাসিয়াস যুগের।

আরও পড়ুন :  অবশেষে দেহ উদ্ধার হলো হুগলি নদীতে তলিয়ে যাওয়া যুবকের।
আরও পড়ুন :  কোভিড নিয়ে চিন্ততায় স্কুল,ফের অনলাইন ক্লাস

ঘটনার দিন তিনি ঐ মোহনটোলা এলাকায় ছিলেন।বন্ধুর আমন্ত্রণ ছিলো তার।সেখানেই কাছাকাছি এক এলাকায় চলছিল পুকুর খননের কাজ।সেই সময় ঐ ডিম বের হয়ে আসে।স্থানীয় একটি ছেলের হাতে ঐ ডিম দেখতে পাওয়ার সাথে সাথেই তিনি ঐ ডিম চেয়ে নেন।পরে সনাক্ত করেন।এরপরই দেখা যায় ঐ ৭ টি ডিম আসলে ডাইনোসরের ডিম।

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল