তবে কি ভারতের এই রাজ্য ডাইনোসর এর স্বর্গরাজ্য।এর আগেও মধ্যপ্রদেশ রাজ্যে কয়েকবার পাওয়া গিয়েছে ডাইনোসর এর ডিম।
সম্প্রতি আবার মধ্যপ্রদেশের মান্দালায় আবার জীবাস্ম অবস্থায় ৭টি ডিম পাওয়া গিয়েছে ডাইনোসরের।বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে ডিমগুলির ওজন ২.৬ কেজি ও গড় প্রস্থ ৪০সেন্টিমিটার।
ডক্টর হরিসিং গৌর বিশ্ববিদ্যালয়ের জিওলজির অধ্যাপক প্রফেসর পি.কে কথল এই ডিমগুলো সনাক্ত করে নিশ্চিত করেছেন যে এগুলো ডাইনোসরের ডিম এবং যা এখন জীবাস্মে পরিনত হয়েছে।পাশাপাশি তিনি বলেছেন মোহনটোলা এলাকা থেকে এই ৭টি ডিম পাওয়া গিয়েছে যা মান্দালার পুলিশ হেড কোয়ার্টার থেকে ৪ কিমি দুরে অবস্থিত।তিনি বলেছেন ডিমগুলি ৬৫ মিলিয়ন বছর পূর্বের ক্রেস্টাসিয়াস যুগের।
ঘটনার দিন তিনি ঐ মোহনটোলা এলাকায় ছিলেন।বন্ধুর আমন্ত্রণ ছিলো তার।সেখানেই কাছাকাছি এক এলাকায় চলছিল পুকুর খননের কাজ।সেই সময় ঐ ডিম বের হয়ে আসে।স্থানীয় একটি ছেলের হাতে ঐ ডিম দেখতে পাওয়ার সাথে সাথেই তিনি ঐ ডিম চেয়ে নেন।পরে সনাক্ত করেন।এরপরই দেখা যায় ঐ ৭ টি ডিম আসলে ডাইনোসরের ডিম।