দেশে করোনা পরিস্থিতি।সবাই কমবেশি ঘরে বসে থাকলেও চিকিৎসা ব্যবস্থার ডাক্তার, নার্স থেকে শুরু করে সমস্ত স্টাফ রুগীদের সুস্থ করে তুলতে দিন রাত এক করে খেটে চলেছেন। তবুও মাঝে মধ্যেই দেশের বিভিন্ন জায়গায় ঘটে চলেছে চিকিৎসক ও স্বাস্থকর্মীদের উপর হামলার মতো অপ্রীতিকর ঘটনা।
এবার এনিয়ে সরব খোদ কেন্দ্র।কড়া বিল Epidemic Diaseses(Amendment) Bill 2020 পাশ হলো রাজ্যসভায়।এই বিলে বলা হয়েছে করোনাকালে কাজ করে যাওয়া চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের উপর হামলা করলে হতে পারে তিন মাস থেকে শুরু করে পাঁচ বছর অবধি জেল।
এছাড়াও জরিমানা হতে পারে পঞ্চাশ হাজার থেকে দু- লাখ টাকা অবধি।গত শনিবার রাজ্যসভায় বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। করোনকালে তো বটেই তবে পরবর্তীতে এরকম যে কোন পরিস্থিতিতে এই বিল জারি থাকবে।
এই বিলের সুবিধা ভোগ করবেন চিকিৎসক,নার্স,প্যারামেডিকেল কর্মী,কমিউনিটি হেলথ ওয়ার্কার এছাড়া যারা করোনা যুদ্ধে চিকিৎসা ব্যবস্থার সাথে যুক্ত হয়ে কাজ করে যাচ্ছেন। এদের পাশাপাশি আইসোলোসন সেন্টার, কোয়ারেন্টাইন সেন্টার,কোন ক্লিনিক, মোবাইল মেডিকেল ইউনিট এই বিলের সুবিধে পাবেন বলে জানা গিয়েছে।