Home আন্তর্জাতিক এবার আইসোলেশনে এবার WHO প্রধান, বাড়ি থেকেই বিশ্বমারী মোকাবিলার কাজ সামলাবেন

এবার আইসোলেশনে এবার WHO প্রধান, বাড়ি থেকেই বিশ্বমারী মোকাবিলার কাজ সামলাবেন

নিউজ ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার(WHO) প্রধান করোনা আক্রান্ত।তার শরীরে যদিও কোন লক্ষণ দেখা যায়নি করোনার।গত রবিবার তিনি জানিয়েছেন একজন লোকের সংস্পর্শে তিনি এসেছিলেন যিনি ছিলেন করোনা পজিটিভ। আর এর পরই তিনি হোম আইসোলেশনে থাকার সিদ্ধান্ত গ্রহন করেন।

আরও পড়ুন :  ভূমিকম্পে কেঁপে উঠলো পশ্চিম তুরস্ক, নিহত ৪

এদিন একটি টুইট বার্তার মাধ্যমে তিনি বলেছেন,”আমি এমন একজন পরিচিত ব‍্যাক্তির সংস্পর্শে এসেছি যার শরীরে করোনা ভাইরাস আছে।আমি ভালো আছি।কোন উপসর্গ নেই আমার।তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার(WHO)গাইডলাইন মেনে ঘরে বসেই কাজ করবো।আগামী দিনগুলিতে নিজেকে সকলের থেকে দূরে সরিয়ে রাখবো।

আরও পড়ুন :  নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে কি বলেন ? মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন

” এছাড়াও টেড্রোস আধানম ঘেব্রেইয়েসুস এদিন আরো বলেছেন,”আমাদের সকলেরই উচিত স্বাস্থ্যের গাইডলাইন কঠোরভাবে মেনে চলা। এভাবেই আমরা পারবো COVID-19এর সংক্রমণের শিকল ভেঙে ফেলতে‌।ভাইরাসটি দমন করবো এবং স্বাস্থ্য ব‍্যবস্থা রক্ষা করবো।

আরও পড়ুন :  ভ্যাকসিনে গোরক্ত! ধর্মের ক্ষতি হতে দেব না! বিতর্কের মুখে হিন্দু মহাসভার স্বামী চক্রপানি

আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

এই মুহূর্তে

- Advertisment -
- Advertisment -

ভাইরাল