করোনা থেকে মুক্তি পেলেও অনেক সময় প্রকাশ পাচ্ছে যক্ষ্মার লক্ষণ। তাই এবার থেকে করোনা মুক্তির পরও বাধ্যতামূলক করা হলো যক্ষ্মা পরিক্ষা। ইতিমধ্যে রাজ্যের সমস্ত সরকারী ও বেসরকারী স্বাস্থ্যকেন্দ্র ও ল্যাবরেটরি গুলিকে এ নির্দেশ পাঠিয়ে দিয়েছে স্বাস্থভবন।
স্বাস্থ্য দফতর সূত্রে এটাও বলা হয়েছে যে,”রাজ্যের প্রায় দু হাজারের বেশী করোনা আক্রান্ত রুগী পাওয়া গিয়েছে।যারা বেশী সংখ্যক ই বস্তি ও ইটভাটার শ্রমিক।” স্বাস্থ্য দফতরের প্রকাশিত এই নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে-
১)হাসপাতাল হোক বা বাড়ি করোনা মুক্ত হবার ৭থেকে ২১ দিনের মধ্যে যক্ষ্মা পরিক্ষা করাতে হবে।
২)করোনা মুক্ত হবার পর অল্প কাজ করেই ক্লান্ত, ওজন হ্রাস বা শুকনো কাঁশি হলে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে হবে।পাশাপাশি যক্ষ্মা পরিক্ষা করাতে হবে।এক্ষেত্রে ঐ হাসপাতাল বা ল্যাবরেটরি দায়িত্ব নেবে।
এই প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেছেন,”দেশের মধ্যে প্রথম আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ এই কর্মসূচি চালু করলো।কোভিভ আক্রান্ত রোগীর ইমিউনিটি পাওয়ার পূর্বের তুলনায় অনেকটাই কমে যায় আর যার ফলে কোভিড রুগীদের যক্ষ্মা বা টিবিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশী।”এদিকে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।