নিউজ ডেস্কঃ ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের বটালায়।এদিন ছিলো দশেরা অনুষ্ঠান।সেই উপলক্ষে বিশালাকার রাবনের কুশপুত্তলিকা বানিয়ে তাতে ভরিয়ে রাখা হয়েছে অনেকগুলো বাজি। সেই কুশপুত্তলিকার সামনে জড়ো হয়েছে অনেক মানুষ।
কিছু সময় পর দশেরা উপলক্ষে রাবন দহনের কাজটি শুরু হবে। সবাই মোটামুটি সেই সময়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন।কিন্তু হঠাৎই ঘটে গেল দূর্ঘটনা।প্রচণ্ড শব্দ করে আপনা-আপনি ঘটলো বিস্ফোরণ। প্রানভয়ে পালাতে লাগলো সবাই।
পদপিষ্ট হওয়ার মতো ঘটনা থেকে রক্ষা পেলেও গূরুতর আহতের কোন খবর পাওয়া যায় নি।জানা গিয়েছে ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা ও প্রাক্তন বিধায়ক অশ্বিনী সেখরী ও স্থানীয় নেতা ও দশেরা কমিটির আয়োজকরা।