নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটপ্রচারের সময় বলেছিলেন,এনডিএ ক্ষমতায় এলে বিহারের মূখ্যমন্ত্রী হবেন নীতিশ কুমারই।বিহারে ভোট গনণার যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে সর্ববৃহৎ দলে হিসেবে এগিয়ে আছে বিজেপি।আর জোট হিসেবে এগিয়ে এনডিএ।নীতিশ কুমারের জেডিইউ আসন হিসেবে তিন নম্বরে নেমে যেতে পারে।ভোটের ফলাফলের ট্রেন্ড দেখে প্রশ্ন জাগছে অনেকের মনে,বিজেপি বেশী আসনে জিতে গেলে শেষমেষ কি নীতিশ কুমারকে মূখ্যমন্ত্রী করা হবে ?
“জেডিইউ এর আসন সংখ্যা যাই হোকনা কেন,এনডিএ ক্ষমতায় ফিরলে নীতিশকুমারই আবার মূখ্যমন্ত্রী হবেন।”এমনটাই জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অরুণ সিং।
এপ্রসঙ্গে উল্লেখ যে জেডিইউ যে আসনগুলিতে লড়ছে সেই আসনগুলিতে প্রার্থী দিয়েছে চিরাগের এলজেপি।এর উপর আবার রয়েছে নীতিশের দল।আর আগের থেকে ছিলো প্রতিষ্ঠানিক বিরোধী হাওয়া।যার কারণে ধরে নেওয়া হচ্ছে যে নীতিশ কুমারের দল এবার ভীষণ চাপেই আছে।তবে এ যাত্রায় যদি নীতিশ কুমার মূখ্যমন্ত্রী হন তবে বিজেপির দেওয়া পূর্ব প্রতিশ্রুতি রক্ষার্থে হয়তো হবেন এমনটাই সূত্রের খবর।