আইপিএল এর(IPL 2020)সাথে পাল্লা দিয়ে খেলছে বৃষ্টি। তবে আইপিএল চলছে সূদূর আবু ধাবিতে আর বৃষ্টির খেলা চলছে দেশে। এই খেলায় বৃষ্টির পারফরম্যান্স কিন্তু দারুন। এ মাসের শেষের দিকে অর্থাৎ ৩০সেপ্টেম্বর এর পর পাকাপাকিভাবে বিদায় নেওয়ার খবর থাকলেও নিম্নচাপের দরুন বাংলার উত্তর ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কায় রয়েছেন আবহাওয়া দফতর।
গত রবিবার বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হওছে যার প্রভাবে কখনও চলছে বিক্ষিপ্ত বৃষ্টি তো কখনও অবিরাম বৃষ্টি চলেছে। যার জেরে সমুদ্র ও পার্শ্ববর্তী এলাকায় জারি হয়েছে সতর্কবার্তা। কয়েকদিন যাবৎ তাপমাত্রা ওঠানামা করলেও তারা একে অপরের কাছে হার মানতে নারাজ।
কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টি তো হয়েছেই। তবে উত্তরবঙ্গে অবিরাম বজ্রপাতের সাথেও বৃষ্টিপাত চলছে। বিদায় নেওয়ার আগে অবধি সম্ভবত বৃষ্টিপাত এমনই চলবে। আবহাওয়া দফতর থেকে কিছু কিছু এলাকায় জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা।