১৮ বছরের উর্ধ্বে বয়স!করোনা টিকা পেতে কিভাবে রেজিস্টার করবেন coWIN এ জেনে নিন।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বর্তমানে বিধ্বস্ত ভারত। সংক্রমন নিয়ন্ত্রণে আনতে সোমবার কেন্দ্র বড়সড় সিদ্ধান্ত ঘোষণা করেছে।সেই ঘোষণায় জানানো হয়েছে ১ মে থেকে ১৮ বছরের উর্ধ্বে সমস্ত মানুষকে করোনা ভ্যাকসিন (Corona Vaccine)দেওয়া হবে।টিকা সরবরাহের ক্ষেত্রে কোনরকম ঘাটতি যাতে না হয় খেয়াল রাখা হবে সেদিকেও।কিন্তু প্রশ্ন হলো করোনা ভ্যাকসিন নেওয়ার প্রক্রিয়া কি?কিভাবে বা টিকা পেতে হলে রেজিস্টার করতে হবে।চলুন জেনে নেই বিস্তারিত।
প্রথমে আপনাকে কেন্দ্রের তৈরী coWIN এ রেজিস্টার করাতে হবে।
১/প্রথমে cowin.gov.in ওয়েবসাইটে গিয়ে ১০ সংখ্যার মোবাইল নম্বর দেন বা আধার নম্বর দিয়ে রেজিস্টার করান।
২/এরপর মোবাইল নম্বরে আসা OTP বা ওয়ান টাইম পাসওয়ার্ডটি বসিয়ে ফেলুন।
৩/রেজিস্ট্রেশন শেষ হতেই নিজের পছন্দের সময় ও তারিখ বসিয়ে দিন।
৪/সময় ও তারিখ ঠিক করবার পর একটি রেফারেন্স আইডি দেওয়া হবে।যার মাধ্যমে আপনি একটি সার্টিফিকেট পাবেন।
রেজিস্ট্রেশনের সময় যা যা নথিপত্র রাখা আবশ্যক।
আধার কার্ড,ভোটার আই কার্ড,প্যান কার্ড,ড্রাইভিং লাইসেন্স,স্বাস্থ্যবিমা স্মার্ট কার্ড,১০০ দিনের কাজের জব কার্ড,পাসপোর্ট, পোষ্ট অফিসের পাশবুক,ব্যাঙ্কের পাশবুক,পেনশনের কাগজপত্র,সরকারী কাজের যে কোন ডকুমেন্ট।
উপরিউক্ত ডকুমেন্টের যে কোন একটি হলেই চলবে।