” টুইট করলেন লেবু,লঙ্কা ঝোলানো ২০২১ এর ছবি, অমিতাভ বচ্চন ” কিন্তুু কেন ? জানুন বিস্তারিত

নিউজ ডেস্কঃ আর মাত্র কয়েকটি দিন তাহলেই কেল্লাফতে।২০২১ সাল পড়তে চলেছে আর কিছুদিন বাদেই।কোনরকমে এই কয়েকটি দিন পার করতে পারলেই হলো।হাফ ছেড়ে বাঁচবে গোটা দুনিয়া।নতুন বছরে কারো যাতে কুনজর না পরে তাই সতর্ক বিগ বি।
নতুন বছর ২০২১ এর গায়ে লেবু লঙ্কা লাগিয়ে টুইট করলেন অমিতাভ বচ্চন।আর এই টুইট দেখে হেসে কুটোপাটি নেটদুনিয়া।
T 3752 – कृपा कृपा कृपा !! ???? pic.twitter.com/3Zws6QcVrQ
— Amitabh Bachchan (@SrBachchan) December 14, 2020
২০২০ সালের শুরু থেকেই করোনা মহামারী শুরু হয়েছে।কেউ হারিয়েছেন ফেমেলীর সদস্য তো কেউ হারিয়েছেন কাজ,বদলে গিয়েছে জনজীবন ও কাজের আদব কায়দা।যারফলে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া মুসকিল হবে যার দিন ভালো কেটেছে।বাদ যাননি অমিতাভ বচ্চনও।নিজের ছেলে,পুত্রবধূ, নাতনী এমনকি নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন।তাই একটু মজা করেই টুইট করলেন লেবু,লঙ্কা লাগানো ২০২১ এর ছবি।সাথে লিখলেন,’২০২০ শেষ হতে একটু সময় বাকি।২০২১ এ যেন নজর না লাগে তাই লেবু,লঙ্কা লাগিয়ে ঝুলিয়ে দিন।’ যদিও এই পোস্ট করার সাথে সাথে অনেকে ভালো মজা পেয়েছেন,এবং কেউ কেউ সহমত প্রদর্শন করেছেন।