LIC Part Time Job – LIC- তে কাজ করে মাসে প্রায় ৭০ হাজার টাকা রোজগার করুন ! কিভাবে বিস্তারিত জেনে নিন

Advertisements

LIC Part Time Job – বর্তমান যুগের সঙ্গে পাল্লা দিয়ে মানুষের জীবন জীবিকার ধরণের বদল হয়েছে। এখন রোজগার করার জন্য বাইরে না ঘুরে বেরালেও চলে। বর্তমান যুগ হচ্ছে ইন্টারনেটে যুগ। এখন ঘরে বসেই নানা উপায়ে রোজগার করা সম্ভব।ইন্টারনেটের দৌলতে অর্থ উপার্জনের বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। ইন্টারনেট অনলাইন ইনকামের পথকে সুগম করে তুলেছে। বর্তমান জীবনযাপনের জন্য অর্থ উপার্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আমরা সকলেই জানি।

ঘরে বসে পার্টটাইম কাজ করে মাসে ভাল টাকা রোজগার করা সম্ভব। পার্ট টাইম কিংবা ফুল টাইম কাজ করে আপনিও মোটা অঙ্কের রোজগার করতে পারেন। আপনিও যদি মাসে মোটা অঙ্কের রোজগার করতে চান, তাহলে আপনার জন্য LIC-র পার্টটাইমে (LIC Part Time Job) কাজের দারুন সুযোগ রয়েছে। এই বিমা সংস্থার হয়ে কাজ করে মাসে ৭৫০০০ টাকা থেকে ৮০ হাজার টাকা রোজগার করা কোনও ব্যাপারই নয়। ভারতের সবচেয়ে বড় বিমা সংস্থা হল LIC এটা সকলেই জানেন। LIC শুধু মানুষের জীবনকেই সুরক্ষিত করে তা নয়, LIC-তে আয়ের সুযোগও রয়েছে।

Advertisements

LIC-তে পার্টটাইম (LIC Part Time Job) এজেন্ট হিসাবে কাজ করে মাসে মোটা অঙ্কের রোজগার করতে পারেন।LIC-র এজেন্ট হিসেবে কাজ করার জন্য তেমন বিশেষ যোগ্যতার প্রয়োজনও হয় না। নুন্যতম ক্লাস ১০ পাশ করলেই এলআইসির এজেন্ট হিসেবে কাজ শুরু করা যায়। এছাড়াও পড়াশোনার পাশাপাশি এলআইসি’র করে সঙ্গেও যুক্ত হতে পারেন। কারন এখানে কোন নির্দিষ্ট সময়ে কাজ করার কোনও প্রয়োজনীয়তা নেই। আপনি নিজের সুবিধা মতো কাজ করতে পারেন। এমনকি ঘরে বসেই ক্লাইন্টের সঙ্গে কথা বলতে পারেন। LIC-র এজেন্ট হিসাবে কাজ করবেন কীভাবে, রোজগারই বা কীভাবে? সমস্ত তথ্য আলোচনা করা হল দেখে নিন।

আরও পড়ুন – LIC -এর দুর্দান্ত প্ল্যান ! সন্তানের ভবিষ্যৎ নিয়ে আর নেই চিন্তা।

LIC-র এজেন্ট হিসাবে কাজ করবেন (LIC Part Time Job) কীভাবে?

LIC-র এজেন্ট হতে চাইলে এর জন্য এলআইআইর যে কোনও শাখাতে যেতে হবে। সেখানে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলতে হবে। আধিকারিকরা জানিয়ে দেবে এজেন্ট হতে গেলে কি করতে হবে। তবে এজন্যে একটি ট্রেনিং প্রক্রিয়া নিতে হবে। এই ট্রেনিংয়ে জীবন বীমা ব্যবসা সম্পর্কে বিস্তারিত ভাবে বোঝানো হবে। এরপর IRDAI এর প্রি রিক্রুটমেন্ট টেস্ট নেওয়া হবে। এই প্রি রিক্রুটমেন্ট টেস্ট পরীক্ষাতে পাশ করলেই বিমা এজেন্ট হিসাবে কাজ করার সুযোগ দেওয়া হবে।

LIC Part Time Job - LIC
Advertisements

LIC-র এজেন্ট হতে গেলে যে সমস্ত দরকারি কাগজপত্র জমা দিতে হবে?

১) আবেদনকারীর ক্লাস ১০ এর মার্কশিট জমা দিতে হবে।
২) বাড়ির ঠিকানা এবং ভোটার আইডি কার্ড,
৩) আধার কার্ড,
৪) প্যান কার্ড,
৫) ড্রাইভিং লাইসেন্স,
৬) ৬টি পাসপোর্ট সাইজ ফটো।

কত শতাংশ পর্যন্ত কমিশন পাওয়া যায়?

LIC-তে কোনও ফিক্সড কিংবা লিমিট আয় নেই। আপনি চাইলেই মোটা আয় ঘরে তুলতে পারবেন। যে যত বেশি কাজে সময় দেবেন, সে তত বেশি রোজগার করতে পারবেন। LIC তার এজেন্টকে পলিসি অ্যামাউন্টের উপর ২৫ শতাংশ পর্যন্ত কমিশন দিয়ে থাকে। তবে শুধুমাত্র পলিসির প্রথম কিস্তির ক্ষেত্রে তা প্রযোজ্য। পলিসি হোল্ডার যতবার ইনস্টলমেন্ট জমা দেবে এজেন্টরা ততবারই কমিশন পাবেন। এজেন্টকে শুধুমাত্র একবার পলিসি করতে হয়। এরপর প্রতি কিস্তিতে তার কমিশন নির্ধারিত হয়। অর্থাৎ LIC-তে আনলিমিটেড কমিশন পাওয়া যায়।

আরও পড়ুন – Sahara Refund portal – সাহারা দুর্নীতিতে সাধারণ মানুষের খোয়ানো অর্থ এবার ফেরাবে কেন্দ্রিয় সরকার

Advertisements
Join Join