দূর্গাপূজোর আর বেশী দিন দেরি নেই।চারিদিকে সাজো সাজো রব। তবে পূজোর ঐ দিনগুলোতে সবাই চায় সুন্দর করে সেজে গুজে ঘুরতে।আর তাই জামাকাপড়ের পাশাপাশি নিজের ত্বককে একটু সুন্দর করে তুলতে রুপচর্চা না করলে চলে।
হাজার হাজার টাকা পার্লারে খরচ না করে যদি সামান্য লেবু চিনি ব্যবহার করেই পেয়ে যান জেল্লাদার চকচকে ত্বক তবে কেমন হবে? চলুন দেখে নেওয়া যাক কিভাবে ব্যবহার করবেন এই টোটকা। অলিভ ওয়েলের সাথে কয়েকফোটা নারকেল তেল মিশিয়ে এক চা চামুচ চিনি মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন।
চিনি গলে যাওয়া অবধি স্ক্রাবিং করুন ধোওয়ার সময় ঠান্ডা পানি ব্যবহার করতে হবে। এতে আপনার ত্বকের মরা কোষগুলো উঠে যাবে। এতে ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে আগের থেকে। ঠোটফাটার সমস্যা দূর করতে ব্যবহার করুন বিটের রস,চিনি ও গোলাপজল একসাথে মিশিয়ে লাগিয়ে রাখুন ঠোটৈ।
এতে ঠোট নরম,লাল হয়ে উঠবে পাশাপাশি ঠোটফাটার ঝামেলা থেকে মুক্তি মিলবে। এছাড়াও মুখে ব্যবহার করতে পারেন অলিভ ওয়েল, কয়েক ফোটা লেবু এবং চিনি।ব্রনের সমস্যা থাকলে লেবুর রস লাগিয়ে ১৫মিনিট পর ধুয়ে ফেলে তারপর চন্দন বাটা লাগাতে পারেন এতে ব্রনের দাগ হওয়ার সমস্যা থেকে মুক্তি মিলবে।